Train Accident: পুরুলিয়ায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা
দুর্গাপুর দর্পণ, ১ জুন ২০২৪: পুরুলিয়ায় (Purulia) ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। ওভারহেড তার ছিঁড়ে ঘটে দুর্ঘটনা। পুরুলিয়ায় সুইসা স্টেশনের এই দুর্ঘটনায় ২ জন যাত্রী জখম হয়েছেন। দিল্লি-পুরী নন্দনকানন এক্সপ্রেস রাঁচি থেকে টাটার দিকে যাওয়ার সময় সুইসা স্টেশনের কাছে পেন্টোগ্রাফ ভেঙে পড়ে। খবর পেয়ে রেলের তরফে ঘন্টাখানেক পরে আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। দুর্ঘটনার জেরে ট্রেন চলাচল ব্যহত হয়। যাত্রীরা জানান, বিকট আওয়াজ হয়। এরপরেই তাঁরা দেখেন দুই যাত্রী গুরুতর জখম হয়েছেন।
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।