সিটি সেন্টারে হার ছিনতাই, ধৃত বর্ধমানের ৪

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের সিটি সেন্টারে চতুরঙ্গ ময়দানের অদূরে সোমবার রাতে এক মহিলার সোনার হার ছিনতাই করতে এসে ধরা পড়ে বর্ধমানের এক কিশোর। তাকে পুলিশ গ্রেফতার করে। তাকে জেরা করে রাতেই বর্ধমান থেকে বাকি তিন জনকে ধরে ফেলে পুলিশ। বাজেয়াপ্ত করা হয় গাড়িটি। মঙ্গলবার সকালে তাদের দুর্গাপুর আদালতে তোলা হয়। বিচারক তাদের জামিন না মঞ্জুর করে ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। ডিসি (পূর্ব) অভিষেক গুপ্তা জানান, ধৃতদের বিরুদ্ধে বর্ধমানে নানা আসামাজিক কাজকর্মের অভিযোগ রয়েছে।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে সিটিসেন্টার চতুরঙ্গ এলাকার বাসিন্দা তনু রায় নামে এক মহিলা তাঁর দুই বান্ধবী ও এক যুবককে সঙ্গে স্থানীয় ডেইলি মার্কেটে যাচ্ছিলেন। আচমকাই একটি গাড়ি এসে দাঁড়ায় তাদের পাশে। কিছু বুঝে ওঠার আগে গাড়ি থেকে দুই যুবক বেরিয়ে এসে তনুর গলা থেকে সোনার হার ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। তনু হারটি আঁকড়ে ধরেন। অর্ধেক হার তনুর হাতে রয়ে যায়। বাকি হারের অংশ নিয়ে পালানোর সময় এক কিশোরকে ধরে ফেলেন স্থানীয়রা। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)
