দুর্গাপুর ব্যারাজের পলি উত্তোলন নিয়ে কি কিছু বলবেন প্রধানমন্ত্রী?

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: জলধারণ ক্ষমতা থাকা সত্বেও পাঞ্চেত ও মাইথন জলাধার থেকে জল ছাড়ছে ডিভিসি। বাংলায় বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে। ই মেইল করে কেন্দ্রকে কড়া চিঠি পাঠিয়েছে নবান্ন। “আপনি জল ছেড়ে দেন কিন্তু বন্যা দুর্গতদের জন্য একটা টাকা দেন না। লজ্জা করে না! আবার ভোট চাইতে আসেন। যত কথা বলেন, সব মিথ্যা কথা বলেন।” শুক্রবার পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে এভাবেই নাম না করে প্রধানমন্ত্রী এবং বিজেপিকে নিশানা করে কটাক্ষ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
তাছাড়া, দুর্গাপুর ব্যারাজের পলি উত্তোলনের বিষয়ে কেন্দ্রীয় সরকারের কোনও উদ্যোগ নেই। এর ফলে দুর্গাপুর ব্যারাজের জলধারণ ক্ষমতা অর্ধেকের বেশি কমে গিয়েছে। রাজ্য সরকার বার বার এই অভিযোগ করে থাকে। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুর্গাপুরে এসে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করবেন বলে বিজেপি সূত্রে খবর। সভা থেকে প্রধানমন্ত্রী দুর্গাপুর ব্যারেজের পলি উত্তোলন প্রসঙ্গে কিছু বলবেন? ডিভিসির ছাড়া জলে বন্যা দুর্গতদের কথা কি তিনি বলবেন? প্রধানমন্ত্রী আদৌ কোনও বার্তা দেন কী না, সেদিকেই তাকিয়ে রয়েছে বঙ্গবাসী। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

