শ্রদ্ধাবনত চিত্তে পালিত হল প্রতিষ্ঠাতা সভাপতি দুলাল মিত্রের সপ্তম মৃত্যু বার্ষিকী

শ্রদ্ধাবনত চিত্তে পালিত হল প্রতিষ্ঠাতা সভাপতি দুলাল মিত্রের সপ্তম মৃত্যু বার্ষিকী
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর: বুধবার শ্রদ্ধাবনত চিত্তে Dr. B. C. Roy Society প্রতিষ্ঠাতা সভাপতি দুলাল মিত্রের সপ্তম মৃত্যু বার্ষিকী পালন করল। চারটি কলেজে পৃথক পৃথক ভাবে স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাঁর প্রতিকৃতিতে মাল্যদান করেন কলেজের অধ্যক্ষ, ফ্যাকাল্টি ও অন্যান্য কর্মীরা। সব জায়গাতেই অনুষ্ঠান শুরু হয় সকাল ১১টায়। এছাড়া কেন্দ্রীয় ভাবে Dr. B. C. Roy Engineering College (BCREC) কলেজের দুলাল মিত্র অডিটোরিয়ামে স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে চারটি কলেজের প্রতিনিধিরাই উপস্থিত ছিলেন।

এই অনুষ্ঠানে দুলাল মিত্রের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য প্রদান করে শ্রদ্ধা নিবেদন করেন Dr. B. C. Roy Society এর সদস্যরা। মূল বক্তা ছিলেন Dr. B. C. Roy Society এর সাধারণ সম্পাদক তরুণ ভট্টাচার্য। তিনি, সোসাইটির সহ সভাপতি মিতা মিত্র, কোষাধ্যক্ষ জার্নেল সিং, সহ সম্পাদক রীতা সিং, সোসাইটির সদস্য সাধনা শিকদার প্রয়াত দুলাল মিত্রের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। প্রয়াত দুলালবাবুর স্ত্রী তথা সোসাইটির সহ সভাপতি মিতা মিত্র তাঁর বক্তব্যে দুলালবাবুকে স্মরণ করেন এবং ভবিষ্যতে যে কোনও ক্ষেত্রে এবং দুর্গাপুরে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন।

(BCREC & Group of institutions । পূর্ ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)

তরুণবাবু তাঁর বক্তব্যে ২০০০ সালে সোসাইটির প্রথম কলেজ BCREC গড়ে তুলতে কত রকম প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয় তা ব্যাখ্যা করেন। দুলালবাবুর নেতৃত্বে কী ভাবে সেই সব বাধা দূরে সরিয়ে দিয়ে কলেজের যাত্রা শুরু হয় সেই অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তিনি বলেন, দুলালবাবুর প্রতি প্রকৃত শ্রদ্ধা জানাতে গেলে সোসাইটির সব কলেজে শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে উৎকর্ষ সাধনই আমাদের একমাত্র পাথেয় হতে হবে। একই ভাবে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়টিও দুলালবাবুর স্মৃতির প্রতি অন্যতম শ্রদ্ধার্ঘ্য।  

তরুণবাবু বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার মতো আধুনিক টেকনোলজি পড়ুয়াদের কর্মসংস্থানের ক্ষেত্রে হুমকি স্বরূপ হয়ে উঠতে পারে। তাই পড়ুয়াদের আধুনিক টেকনোলজির সঙ্গে ওতপ্রোত যোগাযোগ জরুরী। ফ্যাকাল্টিদেরও এই বিষয়ে সর্বতোভাবে পড়ুয়াদের সহযোগিতা করতে হবে। ফ্যাকাল্টিদেরও নিয়মিত লেটেস্ট ডেভলপমেন্টের বিষয়ে অবগত থাকতে হবে এবং পড়ুয়াদের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।অনুষ্ঠানে Dr. B. C. Roy Polytechnic এর অধ্যক্ষ ড.চন্দনকুমার ঘোষ, Dr. B. C. Roy Academy of Professional Courses এর অধ্যক্ষ ড. রাজীব রায়, BCREC এর সহকারী অধ্যক্ষ ড. কে এম হোসেন, Dr. B. C. Roy College of Pharmacy এর রেজিস্ট্রার সাগর সেনগুপ্ত প্রয়াত দুলাল মিত্রের স্মরণে বক্তব্য রাখেন। সবশেষে শিল্পী সৌনক চট্টোপাধ্যায়ের কন্ঠে রবীন্দ্র সঙ্গীত ও শাস্ত্রীয় সঙ্গীতের মিশেলের অপূর্ব পরিবেশনা বাড়তি মাত্রা যোগ করে অনুষ্ঠানে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

 

Highlight
শ্রদ্ধাবনত চিত্তে পালিত হল প্রতিষ্ঠাতা সভাপতি দুলাল মিত্রের সপ্তম মৃত্যু বার্ষিকী
News
শ্রদ্ধাবনত চিত্তে পালিত হল প্রতিষ্ঠাতা সভাপতি দুলাল মিত্রের সপ্তম মৃত্যু বার্ষিকী
:
দুলালবাবুর প্রতি প্রকৃত শ্রদ্ধা জানাতে গেলে সোসাইটির সব কলেজে শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে উৎকর্ষ সাধনই আমাদের একমাত্র পাথেয় হতে হবে। একই ভাবে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়টিও দুলালবাবুর স্মৃতির প্রতি অন্যতম শ্রদ্ধার্ঘ্য।  
Published By
Durgapur Darpan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!