দুর্গাপুরে বেহাল রাস্তা নিয়ে হেলদোল নেই রাজ্য, কেন্দ্র কোনও পক্ষেরই

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরে বেহাল রাস্তা নিয়ে হেলদোল নেই রাজ্য, কেন্দ্র কোনও পক্ষেরই। রাস্তা জুড়ে বড় বড় গর্ত। বৃষ্টির জল জমে সেগুলি কার্যত পুকুরের রূপ নিয়েছে। বামুনাড়া থেকে মুচিপাড়া পর্যন্ত রাজ্য সরকারের পূর্ত দফতরের রাস্তায় বড় বড় গর্ত। আবার ওই সড়ক শেষে জাতীয় সড়কের সার্ভিস রোডের অবস্থাও তথৈবচ। চরম বিপদের ঝুঁকি মাথায় নিয়ে যাতায়াত করতে হয়।
ভারি ট্রাক, বাস, ছোট-বড় গাড়ি, শিবপুরের দিক থেকে বামুনাড়া হয়ে মুচিপাড়া পর্যন্ত যায় পূর্ত দফতরের রাস্তা হয়ে। সেইসব গাড়ি ১৯ নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোডে উঠতে গেলে চরম ঝুঁকির মধ্যে পড়ে। আতঙ্কের মধ্যেই যাতায়াত করতে হচ্ছে সবাইকে। যে কোনও সময় বড় বিপদ হতে পারে। ক্ষুব্ধ বাইক চালক সুভাষ মজুমদার বলেন, “দীর্ঘদিন থেকে একই অবস্থা। নজর পড়ে না সরকারের। আমরা চাই দ্রুত এই রাস্তা সংস্কার করা হোক।”
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
জাতীয় সড়ক কর্তৃপক্ষকে এবং পূর্ত দফতরকে রাস্তা সংস্কারের দাবি জানানো হবে বলে জানিয়েছেন, গোপালপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গণেশ মণ্ডল। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি ট্রাফিক (৩) রাজকুমার মালাকার বলেন, “আমরা জাতীয় সড়ক কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। যে সার্ভিস রোডগুলি বেহাল রয়েছে সেগুলি সংস্কারের আবেদন জানিয়েছি। এছাড়া অবৈধভাবে যেখানে পার্কিং করা হচ্ছে সেই গাড়িগুলির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

