এবারের শ্যামা পুজোয় রহস্যে ঘেরা ‘ভুলভুলাইয়া’ থিমে মাতবে দুর্গাপুর

এবারের শ্যামা পুজোয় রহস্যে ঘেরা ‘ভুলভুলাইয়া’ থিমে মাতবে দুর্গাপুর
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

৪৯ তম বর্ষে পা দিল অআকখ শ্যামা পুজো

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: রাজ্যে দুর্গোৎসবের পরেই শুরু হয়েছে শ্যামা পুজোর প্রস্তুতি। সেই আবহেই পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের বিভিন্ন ক্লাবে জোর কদমে প্যান্ডেল তৈরির কাজ চলছে। দুর্গাপুরের ৯ নম্বর ওয়ার্ডের সেকেন্ডারি রোডে অবস্থিত ইয়ং স্পোর্টিং ক্লাবের পরিচালনায় অ-আ-ক-খ শ্যামা পুজো কমিটির পুজো এবছর পা দিল ৪৯ তম বর্ষে।

বৃহস্পতিবার খুঁটি পুজোর মাধ্যমে সূচনা হল এবারের শ্যামা পুজোর প্রস্তুতির। গত বছর ‘মেন্টাল হসপিটাল’ থিম নিয়ে দুর্গাপুরবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল এই পুজো। হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছিলেন মণ্ডপে। সেই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে এবছর ক্লাব কর্তৃপক্ষ এনেছেন রহস্য ও সাসপেন্সে ভরা চমকপ্রদ থিম— ‘ভুলভুলাইয়া’। ক্লাবের সদস্যদের আশা — আগের বছরের মতো এবারের শ্যামা পুজোও দুর্গাপুরবাসীর মনে বিশেষ স্থান করে নেবে।

(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)

এবার পুজোর বাজেট প্রায় চার লক্ষ পঁচাত্তর হাজার টাকা। পুজো কমিটির উদ্যোক্তা পুলক কর্মকার বলেন, “এবারের মণ্ডপ রহস্য ও সাসপেন্সে ভরপুর হবে। দর্শকরা পাবেন এক অভিনব অভিজ্ঞতা।” থিমের পাশাপাশি গোটা এলাকাজুড়ে থাকবে আলোর ঝলকানি ও সাজসজ্জার ছোঁয়া। শুধু পুজো নয়, প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হবে নানা সাংস্কৃতিক ও সামাজিক অনুষ্ঠান, যেখানে স্থানীয় শিল্পীরা অংশ নেবেন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

Published By
error: Content is protected !!