দুর্গাপুর দর্পণ, ১৮ মে ২০২৪: মেমারির মহিষডাঙ্গা গ্রামের জাগ্রত দেবী মহিষমর্দিনী। প্রাচীন এই দেবীকে স্মরণ করেই শুরু হয় গ্রামের যেকোনও মঙ্গল কাজ। এই দেবীর মাহাত্ম মেমারির নানান গ্রামের মানুষের মুখে মুখে ঘোরে। সেই দেবীকে চুরি করে, গ্রামের পুকুর পাড়ে ফেলে রেখে গেল চোর। খবর পেয়ে গ্রামে বেজে উঠল কাঁসর ঘন্টা। শঙ্খ ধ্বনি ও উলু ধ্বনিতে মুখরিত হয়ে উঠল গ্রাম।
মহিষমর্দিনীর মন্দির থেকে মঙ্গলবার গভীর রাতে চুরি যায় দেবী মুর্তি। বুধবার মন্দির কমিটির সম্পাদক চিন্ময় যশ মেমারি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশকে সুত্রে জানা গিয়েছে, বুধবার সকালে মন্দিরের সেবায়েত শ্যমলী বন্দ্যোপাধ্যায় মন্দিরে গিয়ে দেখেন মন্দিরের দরজার তালা ভাঙা। মন্দিরের সিংহাসনে নেই অষ্টধাতুর তৈরী প্রাচীন মহিষমর্দিনীর দেবীমূর্তি। এছাড়াও, চুরি যায় পিতলের গোপালের মূর্তি এবং পিতলের সিংহাসনটিও।
দেবীমুর্তি চুরির ঘটনায় গ্রামে নেমে আসে শোকের ছায়া। বৃহস্পতিবার দেবীর মূর্তি ছাড়াই মন্দিরে দেবীর পুজো হয়। ২৪ ঘন্টা কাটতে না কাটতেই গ্রামের অদূরে নির্জন জায়গায় থাকা পুকুর পাড়ের তাল গাছের নিচে ব্যাগের মধ্যে থেকে উদ্ধার হয় দেবী মহিষমর্দিনীর মূর্তি। এই খবর চাউর হতেই গ্রামে বেজে উঠল কাঁসর ঘন্টা। শঙ্খ ধ্বনি ও উলু ধ্বনিতে সাড়া পরে যায় গ্রামে। কাঁসর ঘন্টা ও বাদ্যি বাজিয়ে পুকুরপাড় থেকে মন্দিরে ফিরিয়ে আনা হয় দেবীর মূর্তি। খবর পেয়ে গ্রামে আসেন মেমারি থানার পুলিশ এবং স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান। পুলিশ গোটা বিষয়ের তদন্ত শুরু করেছে। মন্দির সংলগ্ন জায়গায় ক্লোজ সার্কিট ক্যামেরা ও বাতি স্তম্ভ বসানোর আশ্বাস দিয়েছেন পঞ্চায়েত প্রধান।(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।