ঋষভ পন্থের ‘কামব্যাক’ এর লড়াইয়ের অজানা গল্প

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ১৬ মার্চ ২০২৪: বাইশ গজের সেই আগ্রাসী ঋষভ পন্থকে (Rishabh Pant) মনে আছে? আবার তো মাঠে ফিরেছেন ঋষভ। আবার আগের মতো মাঠে আক্রমণাত্মক মেজাজের উইকেটকিপার-ব্যাটার ঋষভকে দেখা যাবে তো? সারা দেশের ক্রিকেট অনুরাগীদের মনে এখন এই প্রশ্ন ঘোরাফেরা করছে।

প্রায় দু’বছর আগের সেই ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে কোনও রকমে বেঁচে ফেরেন তিনি। প্রায় সবাই ভেবে নিয়েছিলেন কেরিয়ার সম্ভবত শেষ ঋষভের। সেই পরিস্থিতি থেকে তিনি অসাধারণ কামব্যাক করেছেন। দিল্লি ক্যাপিটালসের অনুশীলনে নেমে পড়েছেন ঋষভ। কিন্তু ফিরে আসার লড়াইটা ছিল চরম অনিশ্চিয়তায় ভরা।

(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )

জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির (National Cricket Academy) অন্যতম ফিজিও তুলসি যুবরাজ জানিয়েছেন, হাসপাতালে তাঁকে দেখতে গিয়ে তাঁর চোট দেখে তিনি বুঝে গিয়েছিলেন, ফিট হতে দীর্ঘ সময় লাগবে। তাঁর দাবি, হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরে অ্যাকাডেমিতে এসে প্রথম দিকে শুধুই কাঁদতেন ঋষভ। আগ্রাসী ঋষভের সেই সময়ের এমন অসহায় পরিস্থিতির কথা জেনে অনুরাগীরা অনেকেই সহানুভূতি জানিয়েছেন। (ছবি-ফেসবুক) (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!