জন্মাষ্টমীর আগে হরিমন্দিরে চুরিতে চাঞ্চল্য

জন্মাষ্টমীর আগে হরিমন্দিরে চুরিতে চাঞ্চল্য
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: জন্মাষ্টমীর আগে হরি মন্দিরে দুঃসাহসিক চুরি। সোনা-রূপো-নগদ মিলিয়ে লক্ষাধিক টাকার সামগ্রী রাতারাতি উধাও। বৃহস্পতিবার সকালে মন্দিরের সেবাইত দরজা খুলতেই চোখে পড়ে তালা ভাঙা, আসবাবপত্র এলোমেলো, ক্যাশ বাক্স ফাঁকা। চুরি গেছে সোনা, রুপোর অলংকার আর নগদ টাকা।

খবর ছড়াতেই শোরগোল পড়ে যায় দুর্গাপুরের ধান্ডাবাগ এলাকায়। ভিড় জমে যায় মন্দির চত্বরে। ঘটনাস্থলে ছুটে আসেন প্রাক্তন পুরপিতা সুশীল চ্যাটার্জী। এলাকাবাসী নিরোধ সাহা ক্ষোভে বলেন, “এমন ঘটনা জীবনে দেখিনি! এই প্রথম আমাদের মন্দিরে চুরি হল। সোনা-রূপো, নগদ সব লুটে নিয়েছে দুষ্কৃতীরা। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।” সুশীল চ্যাটার্জী বলেন, “বুধবার গভীর রাতে এই চুরির ঘটনা ঘটেছে। আমি নিজে এসে সব দেখেছি, পুলিশকে জানিয়েছি। দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তি চাই।” পুলিশ ইতিমধ্যেই তদন্তে নেমেছে, তবে জন্মাষ্টমীর আগে মন্দিরে চুরির এই ঘটনা এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

error: Content is protected !!