থিমে গ্রামীণ পরিবেশ, সেরার লড়াইয়ে ফুলঝোড় সর্বজনীন

থিমে গ্রামীণ পরিবেশ, সেরার লড়াইয়ে ফুলঝোড় সর্বজনীন
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

বিগ বাজেটের পুজোয় গ্রামীণ ছোঁয়া 

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের অন্যতম বিগ বাজেটের পুজো ফুলঝোড় সর্বজনীন দুর্গাপুজোর এবারের থিম ‘মাটির টানে’! পূর্ব মেদিনীপুরের খেজুরি এলাকার বিশিষ্ট শিল্পীর হাতের ছোঁয়ায় তৈরি হচ্ছে এই গ্রামীণ আবহের মণ্ডপ। শিল্পীসহ প্রায় ৩০ জন কর্মী দিনরাত এক করে গড়ে তুলছেন এই বিশাল আয়োজন। মণ্ডপের অন্দরমহলে থাকছে খড়ের তৈরি কৃষক পরিবারের প্রায় ২০০টি মডেল, খড়ের বিশালাকার ৪টি ঝাড়বাতি, মহিষ, কোদাল, ঝাঁটা, গরুর গাড়ির চাকা সহ গ্রামীণ জীবনের নানান উপকরণ।

পাশাপাশি খড় ও কাপড় দিয়ে তৈরি মিটার দীর্ঘ বিনুনি মণ্ডপসজ্জায় আনছে ভিন্নমাত্রা। ধানের চারা রোপণের দৃশ্য এবং হাল-লাঙ্গলও থাকছে আকর্ষণের কেন্দ্রে। মাটি, খড়, বাঁশ, প্লাইউড আর বাতা দিয়ে তৈরি হচ্ছে নজরকাড়া ৬০ ফুট উচ্চতার মহামণ্ডপ। মণ্ডপের আয়তনও ৬০ ফুট এলাকা জুড়ে বিস্তৃত। পুজো উদ্যোক্তাদের দাবি, তাঁদের এবারের থিম দর্শনার্থীদের মুগ্ধ করবে এবং সেরা হওয়ার লড়াইয়ে শীর্ষস্থানে রাখবে। এবারে বাজেট প্রায় ৩০ লক্ষ টাকা

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

তবে কেবল মণ্ডপসজ্জা নয়, সমাজকল্যাণমূলক কাজেও নজর কাড়ে এই কমিটি। প্রতিবছরই তাঁরা প্রায় ৫০০ দুঃস্থ মহিলাকে বস্ত্রদান, স্থানীয় ৫০ জন বৃদ্ধ-বৃদ্ধাকে নিয়ে শিল্পাঞ্চলের বিগ বাজেটের পুজো পরিক্রমা, এবং মহাষ্টমীতে খিচুড়ি ভোগ বিতরণ করেন। গত বছর ‘ডাকঘর’ থিমে তাক লাগিয়েছিল এই কমিটি। এবারে ৩৪তম বর্ষে পদার্পণ করে তাঁদের থিম ‘মাটির টানে’ দর্শনার্থীদের কাছে অনন্য অভিজ্ঞতা নিয়ে আসবে—এমনটাই আশা পুজো উদ্যোক্তাদের। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

Highlight
থিমে গ্রামীণ পরিবেশ, সেরার লড়াইয়ে ফুলঝোড় সর্বজনীন
News
থিমে গ্রামীণ পরিবেশ, সেরার লড়াইয়ে ফুলঝোড় সর্বজনীন
:
মাটি, খড়, বাঁশ, প্লাইউড আর বাতা দিয়ে তৈরি হচ্ছে নজরকাড়া ৬০ ফুট উচ্চতার মহামণ্ডপ। মণ্ডপের আয়তনও ৬০ ফুট এলাকা জুড়ে বিস্তৃত। পুজো উদ্যোক্তাদের দাবি, তাঁদের এবারের থিম দর্শনার্থীদের মুগ্ধ করবে এবং সেরা হওয়ার লড়াইয়ে শীর্ষস্থানে রাখবে।
Published By
error: Content is protected !!