হাজার হাজার প্রজাপতির ভিড়ে বন দফতরের বাগান হয়ে উঠেছে দেখার মতো

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: হাজার হাজার প্রজাপতি ভিড় জমিয়েছে বন দফতরের বাগানে। কেউ ফুলের মধু খাচ্ছে। কেউ মাটিতে পড়ে থাকা পাকা আমের রস চেখে দেখছে। রঙবেরঙের প্রজাপতির সমাহারে বাগান হয়ে উঠেছে দেখার মতো! পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের কাঁকসা থানার বামুনাড়ার বন দফতরের বাগানে গেলে দেখা যাবে এই দৃশ্য।
প্রজাপতির দল যেমন দৃষ্টিনন্দন তেমনই বাস্তুতন্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করে থাকে তারা। ফুলে ফুলে উড়ে বেড়ায় তারা। পরাগ সংযোগে সাহায্য করে। এর জেরে উদ্ভিদের বংশবিস্তার হয়। দূষণের জেরে আজকাল শহরে প্রায় দেখাই যায় না প্রজাপতি। সেই খেদ মিটে যাবে বামুনাড়ার বন দফতরের বাগানে গেলে।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
নিম্নচাপের বৃষ্টির জেরে বন দফতরের বাগান আরও সবুজ হয়ে উঠেছে। সেখানে হাজার হাজার প্রজাপতি উড়ে বেড়াচ্ছে নিশ্চিন্তে। বন দফতরের কর্মী পরানচন্দ্র লায়েক বলেন, “প্রতিবছরই এই সময় প্রজাপতিদের দেখা যায়। খুব সুন্দর লাগে বাগানটাকে। ফুলের মধু, পাকা আম সহ নানা রকমের পাকা ফল খেয়ে উড়ে বেড়াতে দেখা যায়। এক ফুল থেকে অন্য ফুলে গিয়ে পরাগ ছড়িয়ে দেয়। পরিবেশের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে এবং পরিবেশকে বাঁচিয়ে রাখতে প্রজাপতি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।”
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

