শ্যামরূপা মন্দিরের টানে কেন হাজার হাজার মানুষ ছুটে চলেছেন?

শ্যামরূপা মন্দিরের টানে কেন হাজার হাজার মানুষ ছুটে চলেছেন?
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

ইতিহাস ও আধ্যাত্মিকতা, মিলে মিশে একাকার এখানে

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: রাজা লক্ষণ সেনের আমলে শ্যামারূপা মন্দিরে কাপালিকরা সিদ্ধিলাভের জন্য নরবলি দিতেন। ইতিহাস বলছে, সেই সময়ে কবি জয়দেব শ্যামা মাকে শ্যাম রূপে দর্শন করিয়ে দেন কাপালিকদের। তাঁর আধ্যাত্মিক প্রভাবেই বন্ধ হয় নরবলি প্রথা। পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) কাঁকসার গড় জঙ্গলের শ্যামরূপা মন্দির কেবল একটি ধর্মীয় স্থান নয়, এটি ইতিহাস, সংস্কৃতি ও ভক্তির এক অপূর্ব মিলনক্ষেত্র। প্রকৃতির কোলে, সবুজ বাগানের মাঝে অবস্থিত বহু প্রাচীন এই মন্দির ভক্ত ও পর্যটকদের জন্য শান্তির আশ্রয়স্থল। মন্দিরের ভিতরে শ্যামরূপার মূর্তি, ভক্তরা অশেষ শ্রদ্ধা ও ভক্তি নিয়ে পুজো করেন। প্রতিদিন এখানে পুষ্পাঞ্জলি ও প্রার্থনা হয়, যা পরিবেশকে করে তোলে পবিত্র ও শান্ত।

(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)

বহু শতাব্দী ধরে এই মন্দির ভক্তদের আস্থা, আশা ও ঈশ্বরপ্রেমের কেন্দ্রস্থল। স্থানীয় মানুষজনের গল্পে মিশে আছে মন্দিরের নানা ঘটনা, যা ইতিহাস ও আধ্যাত্মিকতার মেলবন্ধনে তৈরি। বিশেষ বিশেষ উৎসব ও পুজোর সময় মন্দিরে ভক্তদের ভিড় জমে। ভক্তিগান ও ভজন-সন্ধ্যায় ভরে ওঠে প্রাঙ্গণ। মন্দিরের পরিবেশ ও প্রকৃতির সৌন্দর্য মানুষের মনে অপার শান্তি এনে দেয়। শান্তি, ভক্তি ও ঐতিহ্যের এক অনন্য সমাহার খুঁজে পেতে চাইলে যেতে হবে শ্যামরূপা মন্দিরে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

শ্যামরূপা মন্দিরের টানে কেন হাজার হাজার মানুষ ছুটে চলেছেন?
শ্যামরূপা মন্দিরের টানে কেন হাজার হাজার মানুষ ছুটে চলেছেন?
Published By
error: Content is protected !!