ডাক্তারি ছাত্রীর গণধর্ষণে অভিযুক্ত ধৃত ৩ জনকে দুর্গাপুর আদালতে তোলা হল

দুর্গাপুরে ভয়াবহ নির্যাতনের শিকার ওডিশার তরুণী
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: শুক্রবার রাতে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের এক বেসরকারি মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের এক ডাক্তারি ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ওঠে। ওড়িশার বাসিন্দা ওই ছাত্রী তাঁর এক সহপাঠী ছাত্রের সঙ্গে কলেজ ক্যাম্পাসের বাইরে গিয়েছিলেন। অভিযোগ, ফাঁকা রাস্তার পাশের জঙ্গলে তাঁকে টেনে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয়। নির্যাতিতা হাসপাতালে ভর্তি আছেন।
খবর পেয়ে রাতেই নির্যাতিতার বাবা-মা দুর্গাপুর রওনা দেন। ভোরে তাঁরা এসে পৌঁছান এবং মেয়ের সঙ্গে হাসপাতালে গিয়ে দেখা করেন। ছাত্রী সমস্ত ঘটনা খুলে বলেন। নির্যাতিতার বাবা থানায় লিখিত অভিযোগে জানান, যে সহপাঠী ছাত্র তাঁর মেয়েকে ক্যাম্পাসের বাইরে নিয়ে গিয়েছিল, সে এবং তার বন্ধুরা এই ঘটনা ঘটিয়েছে। মেয়ের মোবাইল ও সঙ্গে থাকা টাকাও ছিনতাই করে নিয়েছে তারা।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
পুলিশ তদন্ত শুরু করে। জাতীয় মহিলা কমিশনের সদস্যা অর্চনা মজুমদার যেখানে ঘটনাটি ঘটেছিল, সেখানে গিয়ে জায়গাটি ঘেরা না দেখে পুলিশকে তুলোধনা করেন। রবিবার সকালে গিয়ে দেখা যায়, জায়গাটি পুলিশ ফিতে দিয়ে ঘিরে দিয়েছে। এদিনই সকালে ডিসি (পূর্ব) অভিষেক গুপ্তা জানান, তিনজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তবে সেই তালিকায় ছাত্রীর অভিযুক্ত সহপাঠী রয়েছে কি না তা নিয়ে কিছু বলতে চাননি। দুর্গাপুর আদালতে ধৃত তিনজনকে তোলা হয় এদিন। তারা হল বিজড়া ডাঙাপাড়ার শেখ রিয়াজউদ্দিন, ফিরদৌস শেখ এবং বিজড়া বাউড়িপাড়ার অপু বাউড়ি। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)