দুর্গাপুরে যুবকের দেহ উদ্ধারের ঘটনায় গ্রেফতার ৩

ধৃতদের মধ্যে রয়েছে দুই মহিলা
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: রবিবার সকালে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের নিউ টাউনশিপ থানা এলাকার ভাম্বে কলোনি থেকে উদ্ধার হয় ২৩ বছরের ভৈরব ক্ষেত্রপালের ঝুলন্ত দেহ। বাড়ির পিছনের জঙ্গলে দড়িতে বাঁধা অবস্থায় দেহটি দেখতে পান স্থানীয়রা। পরিবার সূত্রে দাবি, এটি আত্মহত্যা নয়, বরং খুনের ঘটনা। আত্মীয়স্বজনদের অভিযোগ, ভৈরবকে খুন করে পরে দেহ ঝুলিয়ে দেওয়া হয়েছে।
পরিবারের দাবি, ভৈরবের একটি মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল। মেয়েটি অমরাবতীর ডিফেন্স কলোনিতে আত্মীয়ের বাড়িতে থাকত। চার দিন আগে ভৈরব ওই মেয়ের সঙ্গে দেখা করতে বেরিয়েছিলেন, তারপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। রবিবার দেহ উদ্ধারের পর সোমবার ময়নাতদন্ত শেষে স্বজনেরা দেহ নিয়ে পৌঁছান থানায়। সেখানে মৃতদেহ রেখে তীব্র বিক্ষোভ শুরু হয়। অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবিতে থানার ঘেরাও করেন তাঁরা।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
বিক্ষোভকারীদের ছোড়া ইটে চোট পান সিটি সেন্টার ফাঁড়ির আইসি। কমব্যাট ফোর্স নামাতে হয়। শেষ পর্যন্ত পুলিশের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়। রাতে পুলিশ দুই মহিলাসহ তিনজনকে গ্রেফতার করে। তারা হল অমরাবতী ডিফেন্স কলোনির তোতন দাস, পুতুল ক্ষেত্রপাল ও রিঙ্কু দাস। মঙ্গলবার আদালতে তাদের হাজির করা হলে জামিন নামঞ্জুর হয়। ৬ দিনের জেল হাজতের নির্দেশ দেন বিচারক। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)
