তিন বিজেপি কর্মীকে মারধর, প্রতিবাদে ফাঁড়ি ঘেরাও দুর্গাপুরে

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: বিজেপির তিন কর্মীকে ব্যাপক মারধরের অভিযোগ। অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। প্রতিবাদে ফাঁড়ি ঘেরাও করল বিজেপি। এই ঘটনায় পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের ওয়ারিয়া মানা অঞ্চলে উত্তেজনা ছড়িয়েছে। দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুইয়ের নেতৃত্বে ডিটিপিএস ফাঁড়িতে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দুর্গাপুরের জনসভার জন্য ওয়ারিয়া এলাকায় বিজেপির ফ্লেক্স, পতাকা, প্রধানমন্ত্রীর কাট আউট লাগানোর কাজ করেছিলেন স্থানীয় তিন বিজেপি কর্মী মুন্না চৌধুরী, রাজু চৌধুরী ও ছোট্টু চৌধুরী। অভিযোগ, রবিবার রাতে তাঁদের মধ্যে একজনকে মারধর শুরু করে দুষ্কৃতীরা। তাঁকে বাঁচাতে এলে বাকি দুই জনকেও মারধর করা হয়। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে বলে দাবি বিজেপির।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
খবর পেয়ে সোমবার সকালে ডিটিপিএস ফাঁড়িতে আসেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুইয়ের নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকরা। শুরু হয় বিক্ষোভ। ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্ত তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা গ্রেফতার না করা হলে মঙ্গলবার থেকে ধারাবাহিক আন্দোলন শুরু করবে বিজেপি, হুঁশিয়ারি দিয়েছেন বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই। এলাকার প্রাক্তন তৃণমূল কাউন্সিলার লোকনাথ দাস বলেন, নাটক করছে বিজেপি। পায়ের তলায় মাটি নেই। তাই এমন ভিত্তিহীন অভিযোগ আনছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

