দুর্গাপুর: প্রৌঢ়াকে ধাক্কা মেরে সোনার চেন ছিনতাই করল তিন দুষ্কৃতী। কয়েক ঘন্টার মধ্যেই পুলিশের ফাঁদে পড়ে গেল তিন জনই। দুর্গাপুরের ৪৩ নম্বর ওয়ার্ডের ঋষি অরবিন্দ পল্লী এলাকার ঘটনা। জানা গিয়েছে, শনিবার দুপুরে অরবিন্দ পল্লীর শোভারানী মুখোপাধ্যায় নামের এক প্রৌঢ়া রাস্তার কুকুরদের খাবার দিচ্ছিলেন। তখন বাইকে করে তিন দুষ্কৃতী আসে। বাইক থেকে নেমে একজন শোভারানীকে ধাক্কা মারে। তিনি রাস্তার উপর মুখ থুবড়ে পড়ে যান। তিনি চিৎকার শুরু করে দেন। তার মধ্যেই গলায় থাকা প্রায় এক ভরি ওজনের সোনার চেন নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।
এই ঘটনাকে ঘিরে গোটা এলাকা জুড়ে ব্যাপক শোরগোল পড়ে যায়। খবর দেওয়া হয় কোকওভেন থানায়। পুলিশ চিরুনি তল্লাশি শুরু করে। গোপনে নজর রাখতে শুরু করে বিভিন্ন সোনার দোকানে। কয়েক ঘন্টার মধ্যেই দুষ্কৃতীরা চেনটি সিনেমা হল রোডের একটি সোনার দোকানে বিক্রি করতে যেতেই পুলিশ তাদের পাকড়াও করে ফেলে। গ্রেফতার করা হয় সুভাষপল্লী সংলগ্ন রাহুল পল্লীর শিব প্রসাদ, আদিত্য মন্ডল ও ইসু রাম নামের তিন দুষ্কৃতীকে।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
শোভারানী মুখোপাধ্যায় বলেন, “আমি কুকুরকে খাবার দিতে বাড়ির বাইরে বেরিয়ে ছিলাম। তখনই একটি বাইকে করে তিনজন এসে আমার সামনে দাঁড়ায়। একজন বাইক থেকে নেমে আমাকে ধাক্কা দিয়ে গলা থেকে সোনার চেনটি ছিঁড়ে নিয়ে পালায়। আমি পড়ে যাই। আতঙ্কের মধ্যে ছিলাম। শেষ পর্যন্ত পুলিশ আমার সোনার চেন উদ্ধার করে দিয়েছে।” আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার অভিষেক গুপ্তা বলেন, “তিনজনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে সোনার চেনটিও।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।