পার্টি ফান্ডে টাকা দেওয়া নিয়ে কাঁকোড়ায় তৃণমূলের তুমুল গোষ্ঠী সংঘর্ষ

দুর্গাপুর দর্পণ, বুদবুদ: গ্রাম ষোলো আনার টাকা পার্টি ফান্ডে দেওয়া নিয়ে মতান্তর। এর জেরে পূর্ব বর্ধমান (Purba Bardhaman) জেলার বুদবুদ থানার দেবশালা গ্রাম পঞ্চায়েতের কাঁকোড়ায় সোমবার রাতে তৃণমূলের তুমুল গোষ্ঠী সংঘর্ষের ঘটনা ঘটে। মোট ৪ জন জখম হয়েছেন। তিন জনকে পানাগড় ব্লক হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে শেখ জসিমুদ্দিন নামে একজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
গ্রামে ষোল আনার টাকা পার্টি পান্ডে দিতে হবে। তৃণমূলের এক গোষ্ঠীর দাবি সেটাই। অন্য পক্ষ দিতে নারাজ। এর জেরেই দ্বন্দ্ব। ঘটনার জেরে চরম উত্তেজনা গ্রামে। বিজেপির কটাক্ষ, টাকার ভাগ বাঁটোয়ারা নিয়েই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। জাকির হোসেন শেখ বলেন, “ষোলো আনার টাকা পার্টি ফান্ডে দেওয়ার বিরোধিতা করায় আগে অশান্তি হয়েছিল। তার জেরে এদিন ফের অশান্তি হয়। আমি সহ মোট ৪ জন জখম হয়েছে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

