
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের পানাগড় শিল্পতালুকে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখালেন কাজের দাবিতে। তৃণমূলের এক পক্ষের অভিযোগ, টাকার বিনিময়ে তৃণমূল শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি ইন্দ্রজিৎ কোনার বহিরাগতদের কাজে ঢোকাচ্ছেন। বঞ্চিত হচ্ছেন স্থানীয়রা। তাই এলাকার মানুষ বিক্ষোভে সামিল হয়েছেন।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
স্থানীয়রা জানান, শিল্পতালুকে রাষ্ট্রায়ত্ত্ব গ্যাস রিফিলিং কারখানায় কাজের দাবিতে তাঁরা বিক্ষোভ দেখিয়েছেন। কারণ, সেই কারখানায় ইন্দ্রজিৎ কোনার আত্মীয় ও টাকার বিনিময়ে বহিরাগতদের নিয়োগ করছেন। এলাকার মানুষ কাজ চাইতে গিয়ে হুমকির মুখে পড়ছেন। ঘটনাস্থলে আসে বুদবুদ থানার পুলিশ। ইন্দ্রজিৎ কোনার বলেন, “সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। যে এমন অভিযোগ করছে সে প্রমাণ করুক। এখানে কোটা ও আশপাশের গ্রামের লোকজন কাজ পেয়েছে। বাইরের কেউ নেই। দলকে সবটা জানাব।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
