শিক্ষা দফতরের সরকারি অফিসে ঝুলছে তৃণমূলের বিশাল ব্যানার!

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের ৩২ নম্বর ওয়ার্ডের পলাশডিহায় শিক্ষা দফতরের অফিসে প্রায় এক সপ্তাহ ধরে ঝুলছে তৃণমূলের ব্যানার! সরকারি অফিস ও তৃণমূলের কার্যালয় এক হয়ে গিয়েছে কটাক্ষ বিজেপির। তৃণমূলের দাবি, এসব বিজেপি, সিপিএমের কারসাজি। বিষয়টি জানেন না বলে দাবি করেন ব্লক শিক্ষা আধিকারিক।
তৃণমূলের একুশে জুলাইয়ের শহীদ সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে তৈরি করা ব্যানার ঝুলছে পলাশডিহায় দুর্গাপুর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক ও চক্র উন্নয়ন আধিকারিকের অফিসের দেওয়ালে। তৃণমূলের কর্মসূচীর চারদিন পর শুক্রবার সেখানে গিয়ে দেখা গিয়েছে, এখনও ঝুলছে সেই ব্যানার। ব্যানারে ধর্মতলা চলো আহ্বান জানানো হয়েছে। নীচে লেখা, সৌজন্যে পশ্চিমবঙ্গ তৃণমূল শিক্ষক সমিতি কর্তৃক প্রচারিত।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
স্কুল পরিদর্শকের অফিসে ঢোকার ঠিক মুখেই টাঙানো রয়েছে এই ব্যানার। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। বিজেপির জেলা মুখপাত্র সুমন্ত মন্ডল বলেন, “একুশে জুলাই ধর্মতলা চলো, এই রাজনৈতিক ব্যানার একেবারে শিক্ষা দফতরের অফিসের বাউন্ডারির ভেতর লাগানো রয়েছে। সমস্ত সরকারি অফিসগুলো তৃণমূলের দলীয় কার্যালয়ে পরিণত করার চেষ্টা করছেন তৃণমূলের নেতারা। এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে।”
পাল্টা দুর্গাপুর নগর নিগমের প্রশাসকমন্ডলীর ভাইস চেয়ারম্যান অমিতাভ বন্দোপাধ্যায় বলেন, “চার দিন আগে শহীদ সমাবেশ হয়েছে। আমাদের তৃণমূলের লোকেরা এইসব কাজ করতে পারে না। প্রচারের আলোয় আসার জন্য বিজেপি ও সিপিএম মিলে এই ব্যানার সরকারি অফিসের ভবনে টাঙিয়ে দিয়েছে। সরকারকে কালিমালিপ্ত করতে চাইছে ওরা।” ব্লক শিক্ষা আধিকারিক ঋতপথিক ঘোষ বলেন, “এই বিষয়টি আমার জানা নেই। কে বা কারা টাঙিয়েছে সেটাও আমরা জানি না।” যদিও ছবি তোলার সঙ্গে সঙ্গেই সেই ব্যানার সরিয়ে দেওয়া হয়! (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

