ডিভিসির বিরুদ্ধে আন্দোলনে তৃণমূল! মাইথনে ঘেরাও কর্মসূচি

ডিভিসির বিরুদ্ধে আন্দোলনে তৃণমূল! মাইথনে ঘেরাও কর্মসূচি
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

ডিভিসির বিরুদ্ধে স্মারকলিপি দিল ঝাড়খণ্ড তৃণমূল

দুর্গাপুর দর্পণ, আসানসোল: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারির পরেও জল ছাড়ার বিরাম নেই ডিভিসি-র! শুক্রবার X হ্যান্ডেলে জোড়া পোস্টে ডিভিসিকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী লেখেন, “এটি কোনও প্রাকৃতিক দুর্যোগ নয়, এটি ডিভিসির তৈরি করা বিপর্যয়। আমি স্পষ্ট করে বলতে চাই, আমি কাউকে বাংলার বিসর্জন করতে দেব না। আমাদের জনগণের বিরুদ্ধে প্রতিটি ষড়যন্ত্র পূর্ণ শক্তি দিয়ে প্রতিহত করব।”

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

তৃণমূল সূত্রে খবর, লক্ষ্মীপুজো মিটলে ডিভিসির বিরুদ্ধে আন্দোলনে নামার পরিকল্পনা নেওয়া হয়েছিল। সেই মতো কলকাতার ডিভিসি টাওয়ারের পাশাপাশি ঝাড়খন্ডের (Jharkhanda) মাইথনে ডিভিসির কার্যালয় ঘেরাওয়ের প্রস্তুতিও নেওয়া হয়। মঙ্গলবার সেখানে তৃণমূলের কর্মী সমর্থকেরা মিছিল করে জড়ো হন। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউড়ি, রানিগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়, আসানসোলের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক প্রমুখ। ঝাড়খন্ড প্রদেশ তৃণমূল কমিটির পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হয়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

Highlight
ডিভিসির বিরুদ্ধে আন্দোলনে তৃণমূল! মাইথনে ঘেরাও কর্মসূচি
News
ডিভিসির বিরুদ্ধে আন্দোলনে তৃণমূল! মাইথনে ঘেরাও কর্মসূচি
:
সেই মতো কলকাতার ডিভিসি টাওয়ারের পাশাপাশি ঝাড়খন্ডের (Jharkhanda) মাইথনে ডিভিসির কার্যালয় ঘেরাওয়ের প্রস্তুতিও নেওয়া হয়।
Published By

আরও খবর

error: Content is protected !!