ঋতব্রত-র কোর কমিটি নিয়ে দুর্গাপুরে তৃণমূলের ভরা সভায় হুলস্থুল

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: যারা ব্যবসায়ী, যারা সিপিএম-বিজেপির সাথে যুক্ত, তারাই কোর কমিটিতে জায়গা পেল। তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র নতুন কোর কমিটি নিয়ে তৃণমূলের ভরা সভায় এভাবেই ক্ষোভ উগড়ে দিলেন যুব তৃণমূল নেতা। দলের একটি সূত্রে এবং ভাইরাল হওয়া ভিডিও (ভিডিও-র সত্যতা যাচাই করেনি ‘দুর্গাপুর দর্পণ’) সূত্রে এমনটাই জানা গিয়েছে। যা, নিয়ে কার্যত হুলস্থুল শুরু হয়েছে দলের অন্দরে।
বুধবার পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুর শহরের তৃণমূলের ২ নম্বর ব্লকের কর্মী সভায় বক্তব্য রাখছিলেন ২ নম্বর ব্লক যুব তৃণমূলের সভাপতি রাজু সিং। সেখানেই তিনি আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আইএনটিটিইউসির দুর্গাপুরের ১২ জনের নতুন কোর কমিটি নিয়ে এমন গুরুতর অভিযোগ আনেন। তবে এই বক্তব্যের জন্য তাঁকে কড়া ভাষায় সতর্ক করে দেন তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী।
বুধবার বিকালে দুর্গাপুরের ডিএসপি টাউনশিপের রবীন্দ্রভবনে অনুষ্ঠিত হয় তৃণমূলের কর্মীসভা। সেখানেই তৃণমূল যুবনেতার এমন ক্ষোভ প্রকাশের ভিডিও ভাইরাল হয়েছে। তিনি বলেন, “আমরা ভেবেছিলাম আইএনটিটিইউসির ভালো কমিটি পাব। কিন্তু আমরা কোর কমিটিতে দেখতে পেলাম, যারা দলটাই ঠিকমতো করল না, যারা ব্যবসায়ী, যারা বিজেপি, সিপিএমের সাথে যুক্ত, তাদেরই নাম দেওয়া হল। যারা দুর্গাপুরে তৃণমূল করি, তারা কি যোগ্য নয়? আমি বলব নেতৃত্বকে দুর্গাপুরে যে কোর কমিটি হয়েছে সেটি খতিয়ে দেখতে হবে। যারা তৃণমূলের সাথে যুক্ত তাদের দিকেও নজর দিতে হবে। তবেই শক্তিশালী হবে দল।”
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
সেই মঞ্চ থেকেই জেলা তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী রাজু সিংকে এই বক্তব্যের জন্য কড়া ভাষায় সতর্ক করে দেন। তিনি বলেন, “তুমি একজন দলের গুরুত্বপূর্ণ নেতা। দলের যুব সভাপতি। তোমার কোনও জিনিস পছন্দ-অপছন্দ থাকতে পারে। কিন্তু দলীয় সভায় উচ্চ নেতৃত্বকে আক্রমণ করতে পারো না। আপনি, কোন হরিদাস পাল যুব সভাপতি, আপনি এখান থেকে বসে ঠিক করছেন দল এটা ঠিক করেনি। আপনি কে? দলের এই সমালোচনা করার অধিকার কেউ দেয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা ঠিক করবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা ঠিক করবেন, সেটাই মেনে নিতে হবে।” ( বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

