গরু পাচারের অভিযোগে মারধর, বিজেপি কর্মীদের বিরুদ্ধে থানায় অভিযোগ তৃণমূল বিধায়কের

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: গরুপাচারের অভিযোগ ঘিরে বৃহস্পতিবার উত্তাল হয়ে ওঠে পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের ৪১ নম্বর ওয়ার্ডের ডিপিএল কলোনি এলাকা। বাঁকুড়ার বড়জোড়ার হাট আশুরিয়া এলাকা থেকে একটি পিকআপ ভ্যানে করে গরু নিয়ে দামোদর ব্যারাজ হয়ে দুর্গাপুরে ঢুকেছিল একটি গাড়ি। দুর্গাপুরের গ্যামন ব্রিজ হয়ে জেমুয়া নিয়ে যাওয়ার কথা ছিল। বিজেপির যুবনেতা পারিজাত গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকরা গাড়িটি আটকান।
অভিযোগ, গাড়ির লোকজনকে লাঠিপেটা করা হয়। দড়ি দিয়ে বেঁধে রাখা হয়। কান ধরে উঠ বস করানো হয়। গরুগুলিকে নামিয়ে পায়ের বাঁধন খুলে ছেডে় দেওয়া হয়। পারিজাত গঙ্গোপাধ্যায় বলেন, “একশ্রেণীর দালালের মদতে এই কাজ হচ্ছে। আমরা এর আগেও গরু পাচারকারীদের আটকেছি। ফের আটকালাম। ভবিষ্যতে যদি পুলিশ ব্যবস্থা গ্রহণ না করে আমরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটব।”
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
বিজেপি কর্মীদের বিরুদ্ধে বিকালে কোকওভেন থানায় অভিযোগ দায়ের করেন তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। তিনি বলেন, “হাট আশুড়িয়া হাট থেকে জেমুয়া এলাকার কিছু চাষী গরু নিয়ে আসছিল। তাদের থামিয়ে মারধর করে বেশ কিছু দুষ্কৃতী। বিজেপির ছেলেরা ছিল। বাংলায় এরকম অত্যাচার কেন হবে? এই ভাবে মারধর কেন করা হবে? আমরা থানায় অভিযোগ করলাম। ২৪ ঘন্টার মধ্যে এই ঘটনার সাথে যারা যুক্ত তাদের গ্রেফতারের দাবি করেছি। গ্রেফতার না হলে ফের থানায় আসব।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

