
দুর্গাপুর: বহিরাগতরা পান্ডবেশ্বরে বিধানসভা নির্বাচনে ভোট দিতে এলে তাদের হাত-পা ভেঙে দেওয়ার নিদান দিলেন পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলা তৃণমূল সভাপতি তথা পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ভুতুড়ে ভোটার ধরতে ব্লকে ব্লকে বুথ কর্মীদের নিয়ে সম্মেলনের আয়োজন করা হচ্ছে। শুক্রবার পান্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের দুর্গাপুর ফরিদপুর ব্লকে এই কর্মী সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলন মঞ্চ থেকে দলীয় কর্মীদের উদ্দেশ্যে তৃণমূল বিধায়ক বলেন, “হরিয়ানা থেকে এসে কেউ পাণ্ডবেশ্বরে ভোট দিয়ে যাবে, আর আইসক্রিম খেতে খেতে বাড়ি যাবে, তা হবে না। আমি কি বসে থাকব? তার কি হাত-পা আস্ত থাকবে?” তাঁর দাবি, দিল্লিতে হরিয়ানা, পাঞ্জাব থেকে ভোটার ঢুকিয়ে আপকে পরিকল্পিতভাবে হারিয়ে দেওয়া হয়েছে। সেটা পশ্চিমবঙ্গে করতে দেওয়া হবে না।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
একই সাথে তিনি ওই সভা থেকে ঘোষণা করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে যে দেওয়াল লেখে, যে স্লোগান দেয়, মিছিলে হাঁটে, যে ভোট করায়, সে কাজ পাবে কারখানায়। তিনি হুঁশিয়ারি দিয়ে জানান, যদি কেউ অন্যথা করে তিনি ৫০ জনকে নিয়ে গিয়ে লাঠি দিয়ে তাড়া করে সব বহিরাগতদের বের করে দেবেন। তাতে তাঁকে কেউ পক্ষপাতদুষ্ট বা অসামাজিক বললে তাঁর কিছু যায় আসে না।
তৃণমূল বিধায়কের এই বক্তব্যকে তীব্র কটাক্ষ করেছেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ চন্দ্র ঘোড়ুই। তিনি বলেন, “পান্ডবেশ্বরে হার নিশ্চিত জেনে এসব ভুলভাল বকছেন সেখানকার তৃণমূল বিধায়ক। বাংলার হাজার হাজার বেকার ভিন রাজ্যে কাজ করতে যায় কারণ এই রাজ্যে কোনও কর্মসংস্থান নেই। তাদের যদি সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়? পাগলের প্রলাপ বকছেন উনি।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
