প্রয়াণের ২ বছর পরেও ভোটার তালিকায় তৃণমূল বিধায়কের বাবার নাম! কমিশনের সমালোচনায় মন্ত্রী

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: বিজেপির বর্ধমান-দুর্গাপুর সাংগঠনিক জেলার সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় অভিযোগ এনেছেন, তৃণমূলের জেলা সভাপতি তথা পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর বাবা অরিন্দম চক্রবর্তীর নাম প্রয়াণের প্রায় দুই বছর পরেও ভোটার তালিকায় রয়েছে। তিনি মারা গিয়েছেন ২০২৩ সালের ২৬ এপ্রিল। অথচ এবারের চূড়ান্ত ভোটার তালিকায় পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) পান্ডবেশ্বরের চক বাকোলা গ্রামের ৮৭ নম্বর বুথে ১১৭ নম্বরে তাঁর নাম রয়েছে। বিজেপি নেতার এই অভিযোগ ঘিরে সরগরম পড়ে গিয়েছে দুর্গাপুরের রাজনৈতিক মহলে।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বিষয়টি তিনি নির্বাচন কমিশনে জানিয়েছেন। দুর্গাপুরের মহকুমাশাসক সৌরভ চট্টোপাধ্যায় বলেন, “আমি এখনও এই ধরণের কোনও অভিযোগ দেখিনি। যদি আসে তা খতিয়ে দেখা হবে।” নরেন্দ্রনাথ চক্রবর্তীর কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, ‘‘কোনও এলাকায় কেউ প্রয়াত হলে বা কেউ এলাকা ছেড়ে চলে গেলে কমিশনের দায়িত্ব ভোটার তালিকা থেকে সেই ব্যক্তির নাম সরানো। কমিশন নিজের কাজ ঠিক মতো করছে না। তাই এই পরিস্থিতি তৈরি হচ্ছে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
