দুর্গাপুর দর্পণ, ৭ জুন ২০২৪: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরে ডিভিসি ৮০০ মেগাওয়াটের নতুন ইউনিট গড়ছে ডিটিপিএসে। সেজন্য অবৈধ দখলদারদের উচ্ছেদ নোটিস দেওয়া হয়েছে। অবৈধ ভাবে ডিটিপিএসের কোয়ার্টারে বসবাসকারীদের সরাতে জল, বিদ্যুতের সংযোগ ছিন্ন করে দিয়েছেন কর্তৃপক্ষ। ভূমি উচ্ছেদ প্রতিরক্ষা কমিটি পুনর্বাসনের বিরুদ্ধে টানা আন্দোলন করে চলেছে।
ভোটের আগে থেকে প্রায় ১৭০ জন অনশন করছেন। তাঁদের কেউ কেউ অসুস্থ হয়ে পড়লে প্রশাসন হাসপাতালে ভর্তির ব্যবস্থা করছে। এই পরিস্থিতিতে শুক্রবার বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে সদ্য সাংসদ হিসাবে জয়ী তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ সাংবাদিক সম্মেলন করে সাফ জানিয়ে দিলেন, পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করার চেষ্টা হলে ডিভিসির বিরুদ্ধে তিনি কোর্টে যাবেন। ডিভিসির চেয়ারম্যানকে জেলে যেতে হবে।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
কারণ, সুপ্রিম কোর্টে পুনর্বাসন সংক্রান্ত নির্দিষ্ট রায় রয়েছে। তাই পুনর্বাসন না দিলে তা আদালত অবমাননার সামিল হবে। তিনি বলেন, তাহলে ডিভিসির চেয়ারম্যানকে জেলে যেতে হবে। ইতিমধ্যে কীর্তি আজাদ পুনর্বাসন সংক্রান্ত কোর্টের রায় উল্লেখ করে ডিভিসির চেয়ারম্যানকে পুনর্বাসনের দাবি জানিয়ে একটি চিঠিও লিখেছেন বলে জানান। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।