বিজয়া সম্মিলনীতে ঐক্যের বার্তা কাঁকসায়

বিজয়ার শুভেচ্ছায় জনসংযোগে শাসক দল
দুর্গাপুর দর্পণ, কাঁকসা: পুজোর সময় তো বটেই, পুজো মিটে যাওয়ার পর এ বার বিজয়াকে কেন্দ্র করে জনসংযোগ শুরু করেছে রাজনৈতিক দলগুলি। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের ব্লকে ব্লকে বিজয়া সম্মিলনী করছে তৃণমূল। শনিবার পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) কাঁকসা ব্লকের বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়েছিল পানাগড় মিত্র সঙ্ঘ ময়দানে।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় দফতরের মন্ত্রী প্রদীপ মজুমদার, রাজ্যের শিল্প, বাণিজ্য ও উদ্যোগ এবং মহিলা ও শিশু উন্নয়ন ও সমাজকল্যাণ মন্ত্রী শশী পাঁজা, পশ্চিম বর্ধমান জেলা সভাপতি তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, জেলার চেয়ারম্যান তথা জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিং, গলসির বিধায়ক নেপাল ঘরুই, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ (শিক্ষা) বৈশাখী বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা। আসন্ন বিধানসভা নির্বাচনে সবাই মিলে একজোট হয়ে বিজেপি ও অন্যান্য বিরোধী দলকে পর্যদুস্থ করে ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের মুখ্যমন্ত্রীর পদে বসানোর শপথ নেওয়া হয় এদিন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )