
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শনিবার থেকে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) বাড়ি বাড়ি অভিযান শুরু করেছে তৃণমূল। এদিন পান্ডবেশ্বরের বাড়ি বাড়ি ভুতুড়ে ভোটার খুঁজতে চলে যান তৃণমূলের জেলা সভাপতি তথা বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। এদিন তিনি হরিপুর অঞ্চলের সুখবাজার খোট্টাডিহি এলাকায় বাড়ি বাড়ি ঘুরে ভোটার তালিকা পরীক্ষা করেন।(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
তিনি বলেন, “বিজেপি হচ্ছে ভারতীয় জালি পার্টি। দিল্লি গুজরাটে এইভাবে জাল ভুতুড়ে ভোটার ঢুকিয়ে সরকার গঠন করেছে। কিন্তু পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাটে হাঁড়ি ভেঙে দিয়েছেন। এদিন দুর্গাপুর পশ্চিম বিধানসভার ৩১ নম্বর ওয়ার্ডের ২১১ নং বুথে ভোটার তালিকা খতিয়ে দেখেন দলের নেতা পঙ্কজ রায় সরকার। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
