স্টিল পিপলস কো-অপারেটিভ ব্যাঙ্কে একতরফা মনোনয়ন জমা দিল শাসক পক্ষ

স্টিল পিপলস কো-অপারেটিভ ব্যাঙ্কে একতরফা মনোনয়ন জমা দিল শাসক পক্ষ
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের স্টিল পিপলস কো-অপারেটিভ ব্যাঙ্কের নির্বাচনে মনোনয়ন দাখিল করতে পারেনি সিটু ও বিএমএস। তৃণমূলের সন্ত্রাসের জন্যই মনোনয়ন দাখিল করতে পারা যায়নি বলে অভিযোগ দুই সংগঠনের। তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে। প্রসঙ্গত, আইএনটিইউসি ও এইচএমএসের সঙ্গে জোট বেঁধে লড়ছে আইএনটিটিইউসি। 

ব্যাঙ্কের সদস্য় সংখ্যা প্রায় ১২ হাজার। প্রতিনিধির সংখ্যা ৪২ জন। সিটুর অভিযোগ, ২০১২ সালের নির্বাচনে এই ব্যাঙ্ক ভোটের দিন মাঝপথে সন্ত্রাস করে তাদের হাত থেকে ছিনিয়ে নেয় আইএনটিটিইউসি। ২০১৭ সালে মেয়াদ শেষ হওয়ার পরে ৮ বছর পরে নির্বাচন হচ্ছে। আইএনটিইউসিকে ৬টি, এইচএমএসকে ৩টি আসন ছেড়েছে আইএনটিটিইউসি। বাকি ৩৩টি আসনে প্রার্থী দেওয়ার কথা থাকলেও আইএনটিটিইউসি ৩৫ টিতে মনোনয়ন দাখিল করে। যা নিয়ে নিজেদের মধ্যেই কার্যত হাতাহাতি শুরু হয়ে যায়। বহু কষ্টে পরিস্থিতি সামাল দেয় দুর্গাপুর থানা।

(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)

সিটু নেতা বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় বলেন, “মনোনয়নপত্র দাখিলের প্রথম দিন থেকেই বহিরাগতদের দিয়ে গোটা এলাকা সন্ত্রস্ত করে রেখেছে তৃণমূল। সেই জন্যই আমাদের কেউ মনোনয়নপত্র দাখিল করতে যেতে পারেনি। এভাবেই ওরা গণতন্ত্রকে হত্যা করছে।” বিএমএস নেতা মানস চট্টোপাধ্যায় বলেন, “নির্বাচনে ভয় পাচ্ছে মানে ওরা অযোগ্য। অযোগ্যদের হাতে ব্যাঙ্ক চলে গেলে কী পরিস্থিতি হবে বোঝাই যাচ্ছে।” আইএনটিটিইউসির জেলা সভাপতি অভিজিৎ ঘটক বলেন, “আইএনটিটিইউসি ছাড়াও আইএনটিইউ সি ও এইচএমএস মনোনয়নপত্র দাখিল করেছে। সিটুর এই মুহূর্তে কোনও জনসমর্থন নেই। হয়তো ওদের হয়ে কেউ দাঁড়াতে চাইছে না। বিএমএসের ও দুর্বলতা রয়েছে। সেই দুর্বলতাকে ঢাকতে মিথ্যা বলছে ওরা।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Highlight
স্টিল পিপলস কো-অপারেটিভ ব্যাঙ্কে একতরফা মনোনয়ন জমা দিল শাসক পক্ষ
News
স্টিল পিপলস কো-অপারেটিভ ব্যাঙ্কে একতরফা মনোনয়ন জমা দিল শাসক পক্ষ
:
বাকি ৩৩টি আসনে প্রার্থী দেওয়ার কথা থাকলেও আইএনটিটিইউসি ৩৫ টিতে মনোনয়ন দাখিল করে। যা নিয়ে নিজেদের মধ্যেই কার্যত হাতাহাতি শুরু হয়ে যায়। বহু কষ্টে পরিস্থিতি সামাল দেয় দুর্গাপুর থানা।
Published By
Durgapur Darpan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!