বুধবার মাদারবুনিতে শুভেন্দুর পাল্টা সভার ডাক তৃণমূল জেলা সভাপতির

বুধবার মাদারবুনিতে শুভেন্দুর পাল্টা সভার ডাক তৃণমূল জেলা সভাপতির
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুর ফরিদপুর ব্লকের পানশিউলি এলাকায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কন্যা সুরক্ষা যাত্রাকে ঘিরে তুঙ্গে রাজনৈতিক তরজা। পাল্টা পদযাত্রার ডাক দিলেন তৃণমূলের জেলা সভাপতি তথা পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। কন্যা সুরক্ষা যাত্রার পর জনসভা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি দোষারোপ করে বলেন, “রাজ্যে একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও মায়েরা, বোনেরা, কন্যারা নিরাপদ নন। নারীর ওপর অত্যাচার, ধর্ষণ, খুন—সবই ঘটছে। অথচ দোষীদের শাস্তি দেওয়ার বদলে সরকার ঘটনা লঘু করে দেখায় বা ধামাচাপা দেয়।”

(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)

তাঁর অভিযোগ, পার্ক স্ট্রিট গণধর্ষণ (২০১২), যেখানে মুখ্যমন্ত্রী ‘সাজানো ঘটনা’ বলে উড়িয়ে দিয়েছিলেন। হাঁসখালি ধর্ষণ ও হত্যা (২০২২), যেখানে ঘটনাকে ‘প্রেমের গল্প’ বলে মন্তব্য করেন। কালিয়াগঞ্জ নাবালিকা মৃত্যু (২০২৩), যেখানে অন্তঃসত্ত্বা বলে সমালোচনা করা হয়েছিল। আরজি করে চিকিৎসক ধর্ষণ ও হত্যা (২০২৪), যেখানে নিহত ‘অভয়া’র দেহ তাড়াহুড়ো করে দাহ করা ও পরিবারকে ১০ লক্ষ টাকা দেওয়ার প্রস্তাব দেওয়ার অভিযোগ তোলেন। শুভেন্দুর দাবি, “মুখ্যমন্ত্রী ধর্ষকদের রক্ষা করেন, আর ভুক্তভোগীদের অপমান করেন।” তাঁর এই বক্তব্যের পাল্টা জেলা তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, “কন্যা কোথায় ছিল পদযাত্রায়? শুভেন্দুবাবু শুধু গালাগালি দিতেই এসেছিলেন। প্রকাশ্যে পুলিশকে গালাগালি দিয়েছেন। আগামীকাল আমরা ওই এলাকায় পদযাত্রা করব। পান্ডবেশ্বর ও দুর্গাপুর-ফরিদপুর ব্লকের মানুষ বুঝিয়ে দেবেন, আসলে কাদের পাশে জনতা আছে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

Highlight
বুধবার মাদারবুনিতে শুভেন্দুর পাল্টা সভার ডাক তৃণমূল জেলা সভাপতির
News
বুধবার মাদারবুনিতে শুভেন্দুর পাল্টা সভার ডাক তৃণমূল জেলা সভাপতির
:
মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি দোষারোপ করে বলেন, রাজ্যে একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও মায়েরা, বোনেরা, কন্যারা নিরাপদ নন।
Published By

আরও খবর

error: Content is protected !!