কালীপুজো বিসর্জনে বাউন্সারের দাদাগিরি, আক্রান্ত তৃণমূল ওয়ার্ড সভাপতি

কালীপুজো বিসর্জনে বাউন্সারের দাদাগিরি, আক্রান্ত তৃণমূল ওয়ার্ড সভাপতি
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

সরগরম দুর্গাপুরের আমরাই গ্রাম

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: কালীপুজোর বিসর্জনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ল পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman)  দুর্গাপুরের ১২ নম্বর ওয়ার্ডের আমরাই গ্রামে। অভিযোগ, মদ্যপ অবস্থায় বাউন্সার অভিজিৎ স্বর্ণকার স্থানীয় বাসিন্দাদের মারধর করে এবং এলাকায় ভাঙচুর চালায়। প্রতিমা নিরঞ্জনের সময় ভ্যান উল্টে দেওয়ারও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)

তৃণমূলের ওয়ার্ড সভাপতি হীরালাল সাহা জানান, তিনি যখন তাঁর ভাইপোকে মারধর করা থেকে আটকাতে যান, তখন অভিজিৎ তাঁর উপর চড়াও হয়। হীরালাল বলেন, “আমার চোখে আঘাত করে। স্ত্রী প্রতিবাদ করতে এলে তাকেও ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপর সাইকেল ভ্যানটাও উলটে দেয়।” এই ঘটনার পরই দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত হীরালাল সাহাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রতিদিন রাতেই মদ্যপ অবস্থায় এলাকা জুড়ে অশান্তি ছড়ায় অভিজিৎ স্বর্ণকার। তবে ঘটনার পর থেকে সে এলাকা ছাড়া। এসিপি সুবীর রায় জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত যুবকের সন্ধানে তল্লাশি চলছে। বিজেপির মুখপাত্র সুমন্ত মন্ডল বলেন, বাউন্সার অভিজিৎ স্বর্ণকার একজন তৃণমূল কর্মী। তৃণমূলের মিটিং মিছিলে তাকে দেখা যায়। এটা ওদের গোষ্ঠীদ্বন্দ্ব ছাড়া আর কিছু নয়। তৃণমূল নেতৃত্ব অবশ্য গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উড়িয়ে দিয়েছেন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

Published By
error: Content is protected !!