দীঘায় জগন্নাথ মন্দির, সম্প্রীতির বার্তা দিতে দুর্গাপুর থেকে সাইকেলে দীঘা গেলেন তৃণমূল কর্মী

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: দীঘায় জগন্নাথ মন্দির নির্মাণের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপন করতে শনিবার পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুর থেকে সাইকেল যাত্রা শুরু করলেন পলাশডিহার তৃণমূল কর্মী স্বপন কুমার ঘোষ।এদিন সকালে দুর্গাপুরের অরবিন্দ অ্যাভিনিউয়ের জেলা তৃণমূল কার্যালয় থেকে তাঁর যাত্রার সূচনা করেন তৃণমূলের জেলা সভাপতি তথা পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী।
সাইকেলের হ্যান্ডেলে বাঁধা জাতীয় পতাকা আর তৃণমূলের পতাকা। শোনা গেল উলুধ্বনি আর শঙ্করধ্বনি। সাইকেল নিয়ে দীঘার উদ্দেশ্যে এগিয়ে গেলেন ওই তৃণমূল কর্মী। যাত্রাপথে দেবেন সম্প্রীতির বার্তা। অক্ষয় তৃতীয়ার দিন দীঘায় জগন্নাথ মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জগন্নাথের প্রাণ প্রতিষ্ঠায় যোগ দেবেন স্বপন। উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের সভানেত্রী অসীমা চক্রবর্তী, তৃণমূল নেতা পঙ্কজ রায় সরকার প্রমুখ।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
স্বপন কুমার ঘোষ বলেন, “অক্ষয় তৃতীয়ায় দীঘায় জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে। সেখানেই আমি যোগ দেব। ২৭৫ কিলোমিটার যাত্রাপথে আমি সম্প্রীতির বার্তা দেব। পৌঁছাতে সময় লাগবে তিন দিন। বিধায়কের উদ্যোগে আমি রওনা দিচ্ছি দীঘার জগন্নাথ মন্দিরে।” তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, “রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথদেবের মন্দিরের উদ্বোধন করবেন। সেখানেই যোগ দিতে যাচ্ছেন উনি। সম্প্রতির বার্তা দিতে দিতে তিনি পৌঁছাবেন দীঘার জগন্নাথ মন্দিরে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

