বিভিন্ন জেলা থেকে আসা তৃণমূল কর্মীরা এসবিএসটিসি-র বিরুদ্ধে আন্দোলনে নামলেন

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: সোমবার পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরে এসবিএসটিসির এজেন্সির প্রধান কার্য্যালয়ের সামনে ৯দফা নিয়ে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের অস্থায়ী শ্রমিকদের বিক্ষোভ। অস্থায়ী কর্মীরা সংস্থার অফিসের ভেতর ঢুকে আধিকারিককে ঘিরে ধরে বিক্ষোভ দেখান। চরম উত্তেজনা দেখা দেয়। স্মারকলিপি প্রদান করেন তাঁরা। বিক্ষোভে নেতৃত্ব দেন পশ্চিম মেদিনীপুরের রামনগর পঞ্চায়েত সমিতির সদস্য তৃণমূল নেতা রঞ্জন প্রধান।
অভিযোগ,সমকাজে সম মজুরি দেওয়া হয় না। ইএসআই,পিএফ দেওয়া হচ্ছে না। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের বহু বাসের অবস্থা বেহাল। কিন্তু এজেন্সির এসব দিকে নজর নেই। তাই বাধ্য হয়ে তাঁরা বিক্ষোভে নেমেছেন। পঞ্চায়েত সমিতির সদস্য কথা দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের হলদিয়া ডিপোর অস্থায়ী কর্মী রঞ্জন প্রধান বলেন, “একাধিকবার আমরা আমাদের সমস্যার কথা জানিয়েছি এজেন্সির কাছে। কিন্তু কোনও গুরুত্ব দেওয়া হয়নি। দ্রুততার সাথে আমাদের দাবিগুলি পূরণ করতে হবে। না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবো।”
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
কাজ করেও সঠিক মজুরি পাচ্ছে না, সেই জন্য আন্দোলন করছে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য। এটা তো হওয়ারই কথা। সংসার চলবে কী করে ঠিক মতো পারিশ্রমিক না পেলে? আন্দোলনকে সমর্থন করে দুর্গাপুর পশ্চিমের বিজেপির বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই ঘড়ুই বলেন, “সারা রাজ্যের একই অবস্থা। কোথাও শ্রমিকরা মজুরি পাচ্ছে না। কোথাও কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। সেই জন্য তৃণমূল নেতারাও বিক্ষোভে নামছেন। এই সরকার যতদিন না বিদায় হচ্ছে ততদিন সমস্যা থেকেই যাবে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)
