পাল্টা সভায় বিজেপির শুভেন্দুকে তুমুল কটাক্ষ করলেন তৃণমূলের দেবাংশু

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: মঙ্গলবার পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুর ফরিদপুর ব্লকের পানশিউলি থেকে মাদারবনি পর্যন্ত পদযাত্রা ও সভা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী কয়লা, বালি মাফিয়াদের সঙ্গে যুক্ত। পাল্টা বুধবার পদযাত্রা ও সভার আয়োজন করে তৃণমূল। ছিলেন তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য। বিজেপির পদযাত্রার পথে গোবর জল ছিটিয়ে শুদ্ধিকরণ অভিযান করে তৃণমূল।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
দেবাংশু বলেন, “শুভেন্দু যেদিন বিজেপিতে ঢুকেছে, সেদিন থেকেই দলে সাড়ে সাতি, কালসর্প যোগ, রাহুর দশা, সব অশুভ ছায়া নেমে এসেছে। ২০১৯-এ বিজেপির সোনালি দিন শেষ। এখন কেবল ধ্বংসের কাউন্টডাউন চলছে।” তিনি শুভেন্দুকে কটাক্ষ করে বলেন, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের পরে শুভেন্দু অধিকারীকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্মাণ করা জগন্নাথ মন্দিরের সামনে বসে ভিক্ষা করতে হবে। পদযাত্রায় অংশ নেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, জেলা সাধারণ সম্পাদক সুজিত মুখোপাধ্যায়, ব্লক সভাপতি শতদীপ ঘটক, গোগলা অঞ্চল সভাপতি গৌতম ঘোষ প্রমুখ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)
