দুর্গাপুরের সরকারি হাসপাতালে এখনও ঝুলছে তৃণমূলের একুশে জুলাইয়ের ব্যানার!

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: প্রায় এক সপ্তাহ হতে চলল তৃণমূলের একুশে জুলাইয়ের শহিদ দিবস পেরিয়ে গিয়েছে। অথচ, পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের মহকুমা হাসপাতালের গেটে এখনও ঝুলছে সেই দিন ধর্মতলা যাওয়ার ডাক দিয়ে তৃণমূলের ব্যানার। জরুরি বিভাগের প্রবেশদ্বারে তৃণমূলের সেই ব্যানার নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক।
রবিবার সকালে বিজেপির ৩ নম্বর মন্ডল সভাপতি বুদ্ধদেব মন্ডল তাঁর ফেসবুকে সেই ছবি পোস্ট করেন। যেখানে স্পষ্ট দেখা যায়, সরকারি হাসপাতালের গেটেই ঝুলছে তৃণমূলের দলীয় ব্যানার। পোস্টে তাঁর কটাক্ষ, “এটা তৃণমূল কার্যালয় না মহকুমা হাসপাতাল?” দ্রুত ভাইরাল হয়ে যায় সেই পোস্ট। তৈরি হয় বিতর্ক। সরকারি হাসপাতালের মতো জায়গায় কীভাবে এতদিন ধরে দলীয় ব্যানার টাঙানো রয়েছে তা নিয়ে উঠছে প্রশ্ন।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
বিজেপির ৩ নম্বর মন্ডল সভাপতি বুদ্ধদেব মন্ডল বলেন, “সরকারি হাসপাতাল না তৃণমূলের দলীয় কার্যালয়, ব্যানার দেখে বোঝা দায়! তাই আমি ফেসবুকে পোস্ট করে জানতে চেয়েছি আসলটা কী!” প্রাক্তন তৃণমূল কাউন্সিলার দীপেন মাজি প্রশ্ন তোলেন, “হাসপাতাল সুপারের নজর কীভাবে এড়ালো?” বিজেপির সমালোচনা করেও তিনি স্বীকার করেন, “এটা একেবারেই উচিত হয়নি। সরকার ও দলের ভাবমূর্তিতে আঘাত লেগেছে।” কে বা কারা এই ব্যানার টাঙিয়েছে তা নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন দুর্গাপুর মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

