উৎসবের মরসুমে জাতীয় সড়কে ট্রাফিকের চরম কড়াকড়ি, দাঁড়িয়ে আছে হাজার হাজার ট্রাক, দুর্ভোগের চূড়ান্ত

উৎসবের মরসুমে জাতীয় সড়কে ট্রাফিকের চরম কড়াকড়ি, দাঁড়িয়ে আছে হাজার হাজার ট্রাক, দুর্ভোগের চূড়ান্ত
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: রথযাত্রা ও মহরম উপলক্ষে কলকাতায় ভারী গাড়ি যাতায়াতে নিষেধাজ্ঞা। এর জেরে ১৯ নম্বর জাতীয় সড়কে কড়া যান নিয়ন্ত্রণ শুরু করেছে ট্রাফিক পুলিশ। পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরে ১৯ নম্বর জাতীয় সড়কে সারি দিয়ে ট্রাক, লরি, সহ অন্যান্য পণ্যবাহী যান দাঁড়িয়ে রয়েছে। দুর্গাপুর শহরের একাংশের বাসিন্দারা অন্য অংশে যেতে গেলেও জাতীয় সড়ক ব্যবহার করতে পারছেন না। তাঁদের অন্য রাস্তা দিয়ে ঘুরে যেতে হচ্ছে বলে অভিযোগ। এককথায়, কার্যত স্তব্ধ জাতীয় সড়ক। ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় বিরক্ত পণ্যবাহী গাড়ি চালকরা ক্ষুব্ধ।

শনিবার রাত থেকে ১৯নম্বর জাতীয় সড়কে আসানসোল থেকে কলকাতামুখী সব পণ্যবাহী গাড়ি থামিয়ে দেওয়া হয়েছে। আসানসোল থেকে দুর্গাপুর হয়ে পানাগড় পর্যন্ত জাতীয় সড়ক জুড়ে দাঁড়িয়ে রয়েছে হাজার হাজার ট্রাক, লরি, ট্রেলার, ডাম্পার। ছোট গাড়ি এবং বাস চলাচল করছে সার্ভিস রোড ধরে। মহারাজ রায় চতুর্বেদী নামে এক ট্রাক চালক ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, “অন্য রাজ্যে এরকম সমস্যায় পড়তে হয় না। যত সমস্যা বাংলায়। শনিবার রাত থেকে দাঁড়িয়ে আছি। খাবার দাবার কিছু নেই। কখন ছাড়া হবে সেটাও জানি না। চরম ভোগান্তিতে আমরা।”

(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)

আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটর এসিপি ট্রাফিক (৩) রাজকুমার মালাকার বলেন, “রথযাত্রা এবং মহরমের জন্য কলকাতা অভিমুখে যাওয়া ভারী গাড়ি চলাচলের নিষেধাজ্ঞা রয়েছে। সেই জন্যই এই যানজট। সোমবার দুপুর পর্যন্ত এই নির্দেশ রয়েছে। চালকদের যাতে কোনও সমস্যা না হয় সেজন্য আমাদের ট্রাফিক কর্মীরা তৎপর রয়েছেন। ছোট গাড়ি এবং বাস যাতায়াত করছে সার্ভিস রোড ধরে।” দাঁড়িয়ে থাকা গাড়ির চালকদের জন্য খাবারের ব্যবস্থা করছে ট্রাফিক বিভাগ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

Highlight
উৎসবের মরসুমে জাতীয় সড়কে ট্রাফিকের চরম কড়াকড়ি
News
উৎসবের মরসুমে জাতীয় সড়কে ট্রাফিকের চরম কড়াকড়ি
:
দুর্গাপুরে ১৯ নম্বর জাতীয় সড়কে সারি দিয়ে ট্রাক, লরি, ডাম্পার সহ অন্যান্য যানবাহন দাঁড়িয়ে রয়েছে। দুর্গাপুর শহরের একাংশের বাসিন্দারা অন্য অংশে যেতে গেলেও জাতীয় সড়ক ব্যবহার করতে পারছেন না।
Published By
Durgapur Darpan
error: Content is protected !!