Breaking News. মর্মান্তিক দুর্ঘটনা কারখানায়, ছিন্নভিন্ন হয়ে গেল ১ শ্রমিক, আশঙ্কাজনক আরও ২

Breaking News. মর্মান্তিক দুর্ঘটনা কারখানায়, ছিন্নভিন্ন হয়ে গেল ১ শ্রমিক, আশঙ্কাজনক আরও ২
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: ক্রেনের ম্যাগনেট ছিঁড়ে পড়ল শ্রমিকের উপর। মুহূর্তে ছিন্ন ভিন্ন হয়ে গেল মাথা। পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের কাঁকসার বামুনাড়া শিল্প তালুকের বেসরকারি পাইপ তৈরির কারখানায় ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। ঘটনাস্থলেই মৃত্যু হল দুর্গাপুরের সগড়ভাঙা এলাকার বাসিন্দা শ্রমিক সনিস যাদবের (২২)। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও ২ শ্রমিককে। ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ সহকর্মীদের। উত্তেজনা কারখানার গেটে। ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ এবং আইএনটিটিইউসি নেতৃত্ব।

শ্রমিকদের অভিযোগ, রবিবার রাতের শিফটে অন্যান্যদের সঙ্গে ওই তিন শ্রমিকও কাজ করছিলেন। আচমকা কারখানার ক্রেন থেকে ম্যাগনেট পড়ে যায়। সায়নের মাথায় ম্যাগনেট পড়ে। ছিন্ন ভিন্ন হয়ে যায় সায়নের মাথা। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আরও দুই শ্রমিককে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বিধাননগরের ও শোভাপুরের বেসরকারি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। সায়নের দেহ ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় পুলিশ।

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

মহম্মদ ওসামা নামের এক ঠিকা শ্রমিক বলেন, “নিরাপত্তার অভাবে বারে বারে এই ধরণের দুর্ঘটনা ঘটছে। আমরা চরম আতঙ্কের মধ্যে কাজ করি। কারখানায় কোনও চিকিৎসক নেই। কোনও অ্যাম্বুলেন্স নেই। রাতে দুর্ঘটনা ঘটেছে। সকাল পর্যন্ত কারখানা কর্তৃপক্ষের দেখা নেই। ঠিকা শ্রমিকদের পরিচয় পত্র নেই। কোনও নিরাপত্তা নেই। তাই আমরা বিক্ষোভ দেখাচ্ছি। দ্রুত ক্ষতিপূরণ দিতে হবে এবং নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। না হলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটব।” আইএনটিটিইউসি কোর কমিটির সদস্য রাজেশ কোনার বলেন, “আমরা কারখানা কর্তৃপক্ষের কাছে ক্ষতিপূরণের দাবি রেখেছি।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

Highlight
Breaking News. মর্মান্তিক দুর্ঘটনা কারখানায়, ছিন্নভিন্ন হয়ে গেল শ্রমিক, আশঙ্কাজনক আরও ২
News
Breaking News. মর্মান্তিক দুর্ঘটনা কারখানায়, ছিন্নভিন্ন হয়ে গেল শ্রমিক, আশঙ্কাজনক আরও ২
:
রবিবার রাতের শিফটে অন্যান্যদের সঙ্গে ওই তিন শ্রমিকও কাজ করছিলেন। আচমকা কারখানার ক্রেন থেকে ম্যাগনেট পড়ে যায়। সায়নের মাথায় ম্যাগনেট পড়ে।
Published By
error: Content is protected !!