পাঠানপাড়ায় উল্টে গেল লরি, বরাত জোরে বাঁচলো পড়ুয়ারা

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার পানাগড়ে ১৯ নম্বর জাতীয় সড়কের বেহাল দশার জেরে বার বার দুর্ঘটনা ঘটছে। মঙ্গলবার পাঠানপাড়া এলাকায় একটি মাল বুঝাই লরি গর্তে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। সেই সময় সেখান দিয়ে যাচ্ছিল স্কুল পড়ুয়ারা। চরম বিপদ ঘটতে পারতো। কার্যত বরাত জোরে বেঁচে যায় তারা। অবিলম্বে রাস্তা সংস্কারের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকার মানুষ।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
তারা জানান, পাঠানপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে রাস্তার অবস্থা ভয়াবহ। প্রতিদিন দুর্ঘটনা ঘটে চলেছে। জাতীয় সড়ক কর্তৃপক্ষ রাস্তা মেরামতের ব্যবস্থা করছেন না। অবিলম্বে রাস্তা মেরামত না করলে আন্দোলন থেকে সরবেন না বলে জানিয়ে দেন এলাকাবাসী। কাঁকসা থানার পুলিশ ও ট্রাফিক পুলিশ এলে স্থানীয়দের সঙ্গে বচসা শুরু হয়ে যায় পুলিশের। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন স্থানীয় বাসিন্দারা।
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

