মর্মান্তিক ঘটনা বেনাচিতিতে, নর্দমায় পড়ে প্লাস্টিকে মোড়া সদ্যজাত

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের বেনাচিতির শালবাগান। অন্ধকার গলির নর্দমার ভেতর থেকে হঠাৎ ভেসে এল সদ্যজাত শিশুর করুণ কান্নার সুর। ছুটে গেলেন আশপাশের বাসিন্দারা। গিয়ে যা দেখলেন, তাতে কার্যত নিশ্চুপ হয়ে গেলেন তাঁরা। নর্দমায় পড়ে প্লাস্টিকের প্যাকেটে মোড়া এক নবজাতক। দ্রুত প্লাস্টিক প্যাকেটটি তুলে তাঁরা ভেতর থেকে বের করেন সদ্যজাতকে।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
খবর দেওয়া হয় দুর্গাপুর থানায়। পুলিশ এসে শিশুটিকে নিয়ে গিয়ে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে। আপাতত শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয়দের প্রশ্ন, কে এই ভাবে নর্দমার মধ্যে ফেলে গেল এই নিষ্পাপ প্রাণটিকে? কেনই বা তাকে মায়ের কোল থেকে সরিয়ে ফেলতে হয়েছে? জন্মের সঙ্গে সঙ্গেই তাকে মেরে ফেলার চেষ্টা কেন? পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
