তেপান্তর নাট্যগ্রামে সরকারি উদ্যোগে মহিলাদের প্রশিক্ষণ চলছে

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) কাঁকসার বনকাটি গ্রাম পঞ্চায়েতের সাতকাহানিয়ায় রয়েছে তেপান্তর নাট্যগ্রাম। তেপান্তরে নাটক পরিবেশন করতে আসেন দেশের নামী সব শিল্পীরা। নাটকের স্বাদ নিতে দেশ-বিদেশের মানুষ আসেন। মাঝে মাঝে বিদেশের নাটকের দলও এখানে ওয়ার্কশপের আয়োজন করে থাকে।
সরকারি উদ্যোগে সেই তেপান্তরে শুরু হয়েছে হস্তশিল্পের কর্মশালা। রাজ্য সরকারের জেলা পল্লী উন্নয়ন সেলের উদ্যোগে হস্তশিল্পের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। চলবে চারদিন। বুধবার কর্মশালার উদ্বোধন করেন জেলার উপ প্রকল্প অধিকর্তা দেবব্রত হালদার, পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য, পঞ্চায়েত সমিতির সদস্য নবকুমার সামন্ত প্রমুখ। পশ্চিম বর্ধমান জেলার আটটি ব্লক থেকে আসা ৫৪টি মহিলাদের দল এই কর্মশালায় অংশ নিচ্ছে।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
জানা গিয়েছে, খেলনা, জুয়েলারি, বুটিক, কাঁথা স্টিচ সহ নানা ধরণের হাতের তৈরি সামগ্রীর প্রশিক্ষণ দেওয়া হবে। কর্মশালার মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা আরও দক্ষ হয়ে উঠবেন। তাঁদের তৈরি জিনিস আন্তর্জাতিক স্তরে পৌঁছানো সম্ভব হবে বলে আশাবাদী জেলার পল্লী উন্নয়ন সেলের উপ প্রকল্প অধিকর্তা দেবব্রত হালদার
এই কর্মশালায় যোগ দিয়ে মৌসুমী সিংহ নামের এক মহিলা বলেন, “দ্বিতীয়বারের কর্মশালা। আমরা খুব খুশি। নতুন কিছু শিখতে পারছি। আমরা সংঘ কো-অর্ডিনেটর। আমরা এই কর্মশালা থেকে নতুন কিছু শিখছি। তাতে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে নতুন নতুন জিনিস তৈরি করাতে পারব। কিভাবে এক একটি স্বনির্ভর গোষ্ঠীর দলকে এগিয়ে নিয়ে যেতে হবে, তারও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
