কাজের দাবিতে দুর্গাপুরের হাসপাতালে আদিবাসীদের তুমুল বিক্ষোভ, রাস্তা অবরোধ

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: কাজের দাবিতে পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের বেসরকারি হাসপাতালের সামনে আদিবাসীদের তুমুল বিক্ষোভ। শোভাপুরের ওই বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের মূল প্রবেশ দ্বারের সামনে সোমবার বিক্ষোভ দেখায় দিশম আদিবাসী গাঁওতা। অবরোধ করা হয় দুর্গাপুরের শোভাপুর থেকে মহুয়াবাগান যাওয়ার গুরুত্বপূর্ণ রাস্তা। বৃষ্টি উপেক্ষা করে রাস্তার উপরেই ত্রিপল টাঙ্গিয়ে তাদের বিক্ষোভ চলে।
বিক্ষোভের নেতৃত্বে ছিলেন সংগঠনের রাজ্য পর্যবেক্ষক বুবুন মান্ডি। তাঁর অভিযোগ, এই হাসপাতাল করা হয়েছে আদিবাসীদের জমির উপর। আদিবাসী সম্প্রদায়ের মানুষজনকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি ছিল। কিন্তু চাকরি দেওয়া হয়নি। কিছুদিন আগে ২৭ জনকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। কিন্তু সেই প্রতিশ্রুতিও পূরণ হয়নি। তার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ। দ্রুত দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলন হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )