কাঁকসা থানা ঘেরাও করে আদিবাসীদের তুমুল বিক্ষোভ

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: আদিবাসীদের মৌলিক অধিকার নিশ্চিত করার দাবিতে এবং পুলিশ প্রশাসনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে শনিবার পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার কাঁকসা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান আদিবাসীরা। ভারত জাকাত মাঝি পারগানা মহল নামক আদিবাসী সংগঠনের ডাকে এদিন আদিবাসী সমাজের মানুষজন কাঁকসা থানার সামনে হাজির হয়ে তুমুল বিক্ষোভে সামিল হন।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
তাঁদের অভিযোগ, পুলিশ প্রশাসন বেশ কিছু বিষয়ে কোনও রকম সহযোগিতা করছে না। পরিস্থিতি সামাল দিতে কাঁকসা থানার গেটের সামনে বিশাল পুলিশ বাহিনী মোতায়ন করা হয়। কাঁকসা থানার আইসির অপসারণ চেয়ে বিক্ষোভকারীরা জোর করে থানায় ঢোকার চেষ্টা করলে পুলিশের ধস্তাধস্তিও হয়। আদিবাসী সংগঠনের তরফে বিজয় চন্দ্র সরেন সমস্যা না মিটলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

