আদিবাসী কিশোরী ধর্ষণ-খুনের প্রতিবাদে সিটি সেন্টারে দিশম আদিবাসী গাঁওতার বিক্ষোভ

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: রবিবার বিকেলে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের সিটি সেন্টারে দিশম আদিবাসী গাঁওতা, পশ্চিম বর্ধমান জেলা কমিটি মিছিল বের করে। রামপুরহাটে সপ্তম শ্রেণীর এক আদিবাসী কিশোরীকে নৃশংস ভাবে খুনের ঘটনায় পথে নেমেছেন সংগঠনের কর্মীরা। তাঁদের অভিযোগ, দেশের নানা প্রান্তে একের পর এক আদিবাসী নারী ও কিশোরী ধর্ষণ ও হত্যার শিকার হলেও বেশিরভাগ ক্ষেত্রেই অপরাধীরা শাস্তির হাত থেকে রেহাই পেয়ে যাচ্ছে।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
গত ২৮ আগস্ট টিউশন পড়তে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় সপ্তম শ্রেণীর ওই কিশোরী। প্রায় ২০ দিন পর একটি পরিত্যক্ত ডোবা থেকে উদ্ধার হয় তার খণ্ডিত দেহ। ঘটনায় স্থানীয় স্কুলশিক্ষক মনোজ কুমার পালকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত খুনের দায় স্বীকার করেছে। তবে ধর্ষণের অভিযোগ নিয়ে এখনও তদন্ত চলছে। দেহ পচে যাওয়ায় প্রমাণ সংগ্রহে সমস্যা হচ্ছে। দিশম আদিবাসী গাঁওতার জেলা নেতৃত্বের দাবি, অপরাধীকে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যাতে ভবিষ্যতে আর কোনও আদিবাসী মেয়েকে এভাবে নির্যাতনের শিকার না হতে হয়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)
