দুর্গাপুর দর্পণ, ২ জুন ২০২৪: ‘দুর্গাপুর ছন্দবীনা’র উদ্যোগে কবি কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মবর্ষে শ্রদ্ধার্ঘ্য অর্পণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মোট ১৩টি সংস্থা সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। শনিবারের বৃষ্টিস্নাত সন্ধ্যায় দুর্গাপুরের ডিএসপি টাউনশিপের মার্কনির স্বপন ব্যানার্জি স্মৃতি মঞ্চে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি কাজী নজরুল ইসলামের নাতনি তথা দোলনচাঁপা নজরুল ফাউন্ডেশনের সোনালী কাজী। প্রাক্তন কাউন্সিলর অঙ্কিতা চৌধুরী, মনি দাসগুপ্ত সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সমবেত সঙ্গীত ও আবৃত্তির মধ্যে দিয়ে কবিকে শ্রদ্ধা জানান উপস্থিত সকলে।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।