দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৫ জুলাই ২০২৪: কেন্দ্রের জনবিরোধী বাজেটের বিরুদ্ধে এবং রাজ্যকে বঞ্চনার প্রতিবাদে বৃহস্পতিবার বিক্ষোভ কর্মসূচী করে তৃণমূল। পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে এদিন বিকালে সিটি সেন্টারে আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের (এডিডিএ) অফিসের কাছে এদিন বিকালে তৃণমূলের প্রতিবাদ মিছিল ও সভা হয়। উপস্থিত ছিলেন দলের ২ নম্বর ব্লক সভাপতি উজ্জ্বল মুখোপাধ্যায়, জেলা মহিলা তৃণমূল সভানেত্রী অসীমা চক্রবর্তী, পুরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য রাখি তিওয়ারি প্রমুখ। এ ছাড়াও এদিন দুর্গাপুর রেল স্টেশনে এবং বেনাচিতির পাঁচমাথার মোড়ে বিক্ষোভ হয়।
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466)
ব্লক সভাপতি উজ্জ্বল মুখোপাধ্যায় বলেন, “এই বাজেট বাংলা বিরোধী। জন বিরোধী। আমরা তাই মিছিল ও সভা করে প্রতিবাদ জানালাম।” জেলা মহিলা তৃণমূল সভানেত্রী অসীমা চক্রবর্তী বলেন, “বাজেট মানে হল সব শ্রেণীর মানুষের কথা ভাবা হবে। কিন্তু দেখা গেল সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের সুবিধার কোনও উল্লেখ নেই। সরকার বাঁচাতে নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডুকে তুষ্ট করার বাজেট। আমরা তীব্র প্রতিবাদ জানাই। মানুষের সঙ্গে আমরা আছি।” (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।