Breaking News. টোল প্লাজায় তৃণমূল কর্মীর উপর ‘দাদাগিরি’ তৃণমূল পঞ্চায়েত সদস্যের! এল পুলিশ

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার কাঁকসার বামুনাড়া টোল প্লাজায় ‘দাদাগিরি’ করার অভিযোগ উঠল তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। টোল প্লাজার কর্মীকে হেনস্থার অভিযোগ। ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ। অভিযোগের কেন্দ্রে গোপালপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য পান্না ঘোষ। এই ঘটনায় বৃহস্পতিবার সকাল থেকে ব্যাপক উত্তেজনা ছড়ায় টোল প্লাজা চত্বরে।
জানা গিয়েছে, সম্প্রতি টোল প্লাজায় তৃণমূল শ্রমিক ইউনিয়নের কোর কমিটি গঠন করা হয়। এরপর থেকেই অভিযোগ ওঠে, কিছু বহিরাগত কর্মী সংগঠনের কাজে হস্তক্ষেপ করছেন। এই নিয়ে আপত্তি জানান টোল প্লাজারই কর্মী ও তৃণমূল কর্মী কৌশিক সরকার। তাঁর দাবি, বুধবার রাতে পঞ্চায়েত সদস্য পান্না ঘোষ টোল প্লাজায় এসে দাদাগিরি শুরু করেন। তিনি কেন ইউনিয়নের বিষয়ে প্রশ্ন করছেন, এই নিয়ে বিতন্ডা শুরু হয় কৌশিকের সঙ্গে পান্নার।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
এর জেরে বৃহস্পতিবার সকালে ডিউটিতে আসা মাত্র কৌশিককে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। পান্না ও তাঁর ঘনিষ্ঠরা কৌশিককে হেনস্থা করেন বলেও অভিযোগ। ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি পঞ্চায়েত সদস্য পান্না ঘোষ। তাঁর বক্তব্য, “মন্ত্রী প্রদীপ মজুমদার ও জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর কাছে সমস্ত বিষয় পরিষ্কার জানাব।” বিজেপির দাবি, এই ঘটনায় ফের প্রকাশ্যে চলে এসেছে শাসকদলের অন্দরের অন্তর্কলহ। কোর কমিটি মানছে না তৃণমূলেরই একটা অংশ। তাই এই পরিস্থিতি। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

