গরু কান্ডের প্রতিবাদে পাঁচ মাথার মোড়ে সম্প্রীতির বার্তা দিয়ে তৃণমূলের মানব বন্ধন কর্মসূচী

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরে সম্প্রতি গরু বোঝাই গাড়ি আটকে কয়েকজনকে মারধর, কান ধরে উঠবস করানোর ঘটনা ঘটে। পুলিশ অভিযুক্ত ৪ জনকে গ্রেফতার করেছে। তবে মূল অভিযুক্ত বিজেপির যুব নেতা পারিজাত গঙ্গোপাধ্যায়কে পুলিশ গ্রেফতার করতে পারেনি। সোমবার বিকালে বেনাচিতির প্রান্তিকার পাঁচমাথা মোড়ে তৃণমূলের তরফে মানব বন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়। জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী হুঁশিয়ারি দেন, যেখানেই অভিযুক্তরা লুকিয়ে থাকুক, পুলিশ খুঁজে বের করবেই। দুর্গাপুর কোর্টে বিচার হবে।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
এদিনের কর্মসূচীতে তৃণমূল কর্মী সমর্থকদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিভিন্ন ধর্মের মানুষজন। ছিলেন যুব তৃণমূলের জেলা সভাপতি পার্থ দেওয়াসী। নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, “ধর্মের নামে কেউ যদি সমাজে বিভাজনের বীজ বপন করতে চায়, তাহলে দুর্গাপুরের মানুষ এভাবেই একত্রিত হয়ে রুখে দাঁড়াবে। যারা হনাহানির বাতাবরণ তৈরি করতে চায়, তাদের বিরুদ্ধে প্রতিবাদ হবেই। চক্রান্ত করে কেউ এই শহরের মাটিতে বিভেদের বিষ ছড়াতে পারবে না। আজকের এই ঐক্যবদ্ধ মানববন্ধন প্রমাণ করে দিল দুর্গাপুরের মানুষ ঐক্য, শান্তি এবং সৌভ্রাতৃত্বের পথে চলতেই চায়।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)