দুর্গাপুর দর্পণ, ৪ জুন ২০২৪: বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ ষষ্ঠ রাউন্ড গণনার শেষে বিপুল ভোটে পিছিয়ে পড়েন। প্রায় ৫৮ হাজার ভোটে তিনি পিছিয়ে পড়েন তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের কাছে। পরের রাউন্ডগুলিতে এই ব্যবধান ক্রমশ বাড়তে থাকে। পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরে তৃণমূলের কর্মীরা মেতে ওঠেন বিজয়োল্লাসে। সবুজ আবির মেখে সবুজ রসগোল্লা বিতরণ করতে শুরু করে দেন তাঁরা।
দুর্গাপুরের ডিএসপি টাউনশিপের ৩ নম্বর ওয়ার্ডের তৃণমূলের দলীয় কার্যালয়ের সামনে প্রাক্তন কাউন্সিলর ধৃতি ব্যানার্জি জালানের নেতৃত্বে ঢাক, ব্যান্ড পার্টিকে সঙ্গে নিয়ে সবুজ সবুজ আবির খেলে তৃণমূলের ঝান্ডা নিয়ে উচ্ছ্বাস করতে দেখা যায় তৃণমূল কর্মীদের। পথ চলতি মানুষকে আবির বিতরণ করতে শুরু করেন মহিলারা। বিধাননগরের ২৬নং ওয়ার্ডের তৃণমূলের দলীয় কার্যালয়ের সামনেও ডিজে বাজিয়ে সবুজ আবির খেলে উল্লাসে মাতেন দলীয় কর্মীরা। শহরের অন্যত্রও বিজয় উল্লাস চলছে।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।