অন্ডালের নর্থ বাজারে লক্ষ লক্ষ টাকা দিয়ে ফ্ল্যাট কিনে বিপাকে পড়েছেন অনেকে

অন্ডালের নর্থ বাজারে লক্ষ লক্ষ টাকা দিয়ে ফ্ল্যাট কিনে বিপাকে পড়েছেন অনেকে
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: লক্ষ লক্ষ টাকা দিয়ে ফ্ল্যাট কিনে অতান্তরে পড়ে গিয়েছেন। বৃষ্টির জল ঢুকে পড়েছে বেসমেন্টে। আবর্জনা ছড়িয়ে পড়ে আছে চারপাশে। দুটি লিফটের একটি প্রায় এক মাস ধরে খারাপ। বিদ্যুৎ চলে গেলে জেনারেটর চলে না। জল বসে ফ্ল্যাটের দেওয়ালে ড্যাম্প ধরতে শুরু করেছে। পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার অন্ডালের নর্থ বাজারের একটি বহুতল ফ্ল্যাটের আবাসিকদের অভিযোগ, মাসিক মেনটেনেন্স চার্জ দেওয়ার পরেও এভাবেই দিন কাটছে তাঁদের। 

(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)

ওই বহুতলটি ৮ তলার। মোট ৩৪-৩৫টি ফ্ল্যাট রয়েছে। নীচে রয়েছে কিছু দোকান। আবাসিকরা জানিয়েছেন, প্রতি মাসে প্রতি বর্গফুট ১টা ৩০ পয়সা হারে মেনটেনেন্স চার্জ দেওয়া হয় ডেভলপারকে। অথচ, নোংরা আবর্জনা দিনের পর দিন ডাঁই করে রাখা থাকে। কুকুর, গরু এসে সেই আবর্জনা আশপাশে ছড়িয়ে দেয়। দুর্গন্ধ ছড়ায়। বেসমেন্টে নোংরা জল জমে রয়েছে। বের করার ব্যবস্থা নেই। ডেঙ্গু ছড়ানোর আশঙ্কা রয়েছে। আবাসিকরা জানিয়েছেন, ডেভলপারকে বার বার বলেও ফল হচ্ছে না। ডেভলপার কৌশিক মুখোপাধ্যায় দাবি করেন, সবাই মেনটেনেন্স চার্জ দেন না। তাই সমস্যা হচ্ছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

Highlight
অন্ডালের নর্থ বাজারে লক্ষ লক্ষ টাকা দিয়ে ফ্ল্যাট কিনে বিপাকে পড়েছেন অনেকে
News
অন্ডালের নর্থ বাজারে লক্ষ লক্ষ টাকা দিয়ে ফ্ল্যাট কিনে বিপাকে পড়েছেন অনেকে
:
নোংরা আবর্জনা দিনের পর দিন ডাঁই করে রাখা থাকে। কুকুর, গরু এসে সেই আবর্জনা আশপাশে ছড়িয়ে দেয়। দুর্গন্ধ ছড়ায়। বেসমেন্টে নোংরা জল জমে রয়েছে।
Published By
Durgapur Darpan
error: Content is protected !!