গাড়ির ডিকি খুলতেই বেরিয়ে এল শত শত চন্দনা, তারপরেই সক্রিয় হল পুলিশ

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: গাড়ির ডিকি খুলতেই বেরিয়ে এল শত শত চন্দনা। তারপরেই সক্রিয় হল পুলিশ। গ্রেফতার করা হল দুই পাচারকারীকে। বাজেয়াপ্ত করা হল গাড়ি। শনিবার পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার কাঁকসার বাঁশকোপা টোল প্লাজার সামনে গাড়ি আটকাতেই ঘটে গেল হুলস্থুল কান্ড! পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম হান্নান শেখ ও কাশিম খান। দু’জনেই পূর্ব বর্ধমানের বাসিন্দা।
বনদফতর সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে পাটনা থেকে একটি গাড়িতে করে খাঁচায় বন্দি করে ১৭০ টি চন্দনা পাখি আনা হচ্ছিল। পাচারের জন্য সেগুলি পূর্ব বর্ধমানে নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে বর্ধমান বন বিভাগের দুর্গাপুর বনাঞ্চলের বনাধিকারিক সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাঁশকোপা টোল প্লাজার সামনে ওই গাড়িটিকে আটকানো হয়। গাড়ির ডিকি খুলতেই দেখা যায়, কয়েকটি খাঁচায় বন্দি রয়েছে ১৭০ টি চন্দনা।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
পাখিগুলিকে উদ্ধার করা হয়। ধৃত কাশিম খান পূর্ব বর্ধমানের দুবরাজ দিঘী এলাকার বাসিন্দা ও হান্নান শেখ সরাইটিকর এলাকার বাসিন্দা। শনিবার বিকেলে পাখিগুলিকে কাঁকসার দেউলের সংরক্ষিত বনাঞ্চলে ছেড়ে দেওয়া হয়। উপস্থিত ছিলেন শিবপুর বিট অফিসার অনুপ কুমার মন্ডল সহ বন দফতরের কর্মীরা। দুর্গাপুর বনাঞ্চলের বনাধিকারিক সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমরা গোপন সূত্রে খবর পেয়ে হানা দিই। পাখিগুলিকে মুক্ত করে দেওয়া হয়েছে। ধৃতদের হেফাজতে নিয়ে তদন্ত করা হবে।’ (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

