প্রাচীন মুদ্রার নামে লক্ষ লক্ষ টাকার প্রতারণা, অন্ডাল থানার পুলিশের জালে ধৃত ২

প্রাচীন মুদ্রার নামে লক্ষ লক্ষ টাকার প্রতারণা, অন্ডাল থানার পুলিশের জালে ধৃত ২
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

বীরভূমের দুই বাসিন্দা পুলিশের জালে

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: প্রাচীন মুদ্রার নামে লক্ষ লক্ষ টাকার প্রতারণা! পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের অন্ডাল থানার পুলিশের জালে ধৃত ২। তাদের জেরা করে পুরো চক্রের খোঁজ শুরু করেছে পুলিশ। ধৃতদের নাম মীর আমিরুলশেখ আসাদুল্লাহ। দুজনেই বীরভূম জেলার বাসিন্দা। বুধবার রাতে অন্ডাল থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে দুজনকেই গ্রেফতার করে। বৃহস্পতিবার ধৃতদের দুর্গাপুর আদালতে তোলা হলে বিচারক তাঁদের ৬ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রথমে সিউড়ি এলাকায় এক ব্যক্তিকে ‘প্রাচীন মুদ্রা’ দেখিয়ে সাড়ে চার লক্ষ টাকার প্রতারণা করে অভিযুক্তরা। ওই ঘটনায় সফল হওয়ার পর একই কৌশলে ফের প্রতারণার ফাঁদ পাততে তারা হাজির হয় দুর্গাপুরের উখড়া এলাকায়। সেখানে স্থানীয় এক ব্যক্তির কাছ থেকেও বিপুল অঙ্কের টাকা হাতানোর চেষ্টা চালানো হয়। খবর পেয়ে পুলিশ তাদের গ্রেফতার করে।

(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)

প্রাথমিক তদন্তে অনুমান, মাটির তলা থেকে উদ্ধার হওয়া বলে দাবি করা ওই তথাকথিত ‘প্রাচীন মুদ্রা’ আসলে নকল। দীর্ঘদিন ধরে এই চক্র ভুয়ো প্রাচীন মুদ্রাকে আসলেই প্রাচীন বলে দেখিয়ে সাধারণ মানুষকে প্রতারণা করে আসছিল। ধৃতদের কাছ থেকে একাধিক নকল মুদ্রা ও প্রতারণার সঙ্গে জড়িত থাকার প্রমাণ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের বক্তব্য, এই চক্রের পেছনে আরও কেউ যুক্ত রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। বড় কোনও প্রতারণা চক্র সক্রিয় কি না তা উদ্ঘাটনে তদন্ত চলছে। এলাকায় এই ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য তৈরি হয়েছে। সাধারণ মানুষকে সচেতন থাকার পাশাপাশি অচেনা ব্যক্তির প্রলোভনে না পড়ার আহ্বান জানিয়েছে পুলিশ।  (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

Highlight
প্রাচীন মুদ্রার নামে লক্ষ লক্ষ টাকার প্রতারণা, অন্ডাল থানার পুলিশের জালে ধৃত ২
News
প্রাচীন মুদ্রার নামে লক্ষ লক্ষ টাকার প্রতারণা, অন্ডাল থানার পুলিশের জালে ধৃত ২
:
ফের প্রতারণার ফাঁদ পাততে তারা হাজির হয় দুর্গাপুরের উখড়া এলাকায়। সেখানে স্থানীয় এক ব্যক্তির কাছ থেকেও বিপুল অঙ্কের টাকা হাতানোর চেষ্টা চালানো হয়। খবর পেয়ে পুলিশ তাদের গ্রেফতার করে।
Published By
error: Content is protected !!